ফাঁকা রয়েছে বহু আসন, স্নাতকস্তরের ভর্তির সময়সীমা বাড়ানো হল ২০ সেপ্টেম্বর পর্যন্ত

রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরে ভর্তির সময়সীমা বাড়ানো হল ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তির সময়সীমা পার হওয়ার পরেও বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এখনও অনেক আসন ফাঁকা রয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে। তাই ওই সমস্ত প্রতিষ্ঠান প্রয়োজন মাফিক তাদের অনলাইন পোর্টাল খুলে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালাতে পারবে। রাজ্যের উচ্চশিক্ষা দফতর সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে।উল্লেখ্য, স্নাতকস্তরে ভর্তির শেষ তারিখ ছিল ৩১ জুলাই পর্যন্ত। সেই সময়সীমা বাড়ানো হল।

এর আগে উচ্চশিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, স্নাতকের চূড়ান্ত সেমিস্টারের ফল প্রকাশিত হতে পারে ৩১ অগাস্ট। এরপর থেকেই রাজ্য সরকার অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার কথা। অনলাইনেই ভর্তি হওয়া যাবে। ১ সেপ্টেম্বর থেকে ভর্তির অনলাইন পোর্টাল খোলা হবে। বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজস্ব পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারবে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। স্নাতকোত্তর স্তরে প্রথম সেমিস্টারে ক্লাস ৩ অক্টোবর থেকে শুরু হবে বলে জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। যদি কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থেকে যায়, তার জন্যও পুনরায় ভর্তির প্রক্রিয়া শুরু করা যাবে। তবে, সে ক্ষেত্রে স্নাতকোত্তরে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। সেই কারণেই আসন পূরণের জন্য ভর্তির সময়সীমা বাড়ালো উচ্চশিক্ষা দফতর।

আরও পড়ুন- প্রতিষ্ঠা দিবস থেকে রাজ্যজুড়ে পদযাত্রা DYFI-র, মোদি সরকারকে নিশানা করে ঘোষণা মীনাক্ষির