দুরন্ত প্রত‍্যাবর্তন রাহুলের, শতরান করে বিরাট নজির কোহলির

অপরদিকে এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলিও। পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি।

দুরন্ত প্রত‍্যাবর্তন কে এল রাহুলের। চোট সারিয়ে সবে মাত্র দলে ফিরেছেন। আর ম‍্যাচে ফিরেই দারুণ ফর্মে রাহুল। পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে ১১১ রান অপরাজিত তিনি। শতরান করলেন বিরাট কোহলিও। ১২২ রানে অপরাজিত কোহলি।

আজ ‘রিজার্ভ ডে’এশিয়া কাপ সুপার ফোরের ম‍্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। রবিবার ম‍্যাচ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে ম‍্যাচ। আর ম‍্যাচে নেমেই দরুন্ত ইনিংস খেললেন বিরাট কোহলি-কে এল রাহুল। অস্ত্রোপচারের পর দীর্ঘ ছ’মাস পরে এই ম‍্যাচেই কামব‍্যাক করেন রাহুল। আর ম‍্যাচেই ফিরেই দুরন্ত ইনিংস খেলেন রাহুল। à§§à§§à§§ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ১২ টার চার, ২টো ছক্কা দিয়ে। এই শতরানের সুবাদে একদিনের ক্রিকেটে ষষ্ঠ লতরান করলেন তিনি।

অপরদিকে এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলিও। পাকিস্তানের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের সুবাদে একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান হয়ে গেল কোহলির। দ্রুততম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এখনও পযর্ন্ত এই নিয়ে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন কোহলি। এর সুবাদে টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। এরপাশাপাশি একদিনের ক্রিকেটে ৪৭ তম শতরান করলেন বিরাট কিং কোহলি।

আরও পড়ুন:বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হলেন রঞ্জন চৌধুরী, মিনি ডার্বির দিন ঘোষণা আইএফএ-র