Thursday, November 13, 2025

ভাটনগর পুরস্কার প্রাপকের তালিকায় চার বঙ্গসন্তান, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে ভাটনগর পুরস্কার পেলেন চার বাঙালি। ভাটনগর পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছেন, রসায়নে আইআইটি বম্বের দেবব্রত মাইতি, চিকিৎসায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির দীপ্যমান গাঙ্গুলি, পদার্থবিদ্যায় পুরস্কার পেয়েছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অনিন্দ্য দাস এবং মুম্বই টিআইএফআরের বাসুদেব দাশগুপ্ত। এই খবরে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) প্রতিবছর দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণা ক্ষেত্রে কৃতিত্বের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে। জীববিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, গণিত, চিকিৎসা বিজ্ঞান এবং শারীরিক বিজ্ঞান-সহ সাতটি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভাটনগর পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের নামকরণ করা হয়েছে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা তথা পরিচালক শান্তি স্বরূপ ভাটনগরের নামে। সিএসআইআর-এর তরফে জানানো হয়েছে, ২০২২ সালের জন্য এবছর ১২ জন বিজ্ঞানীকে ভাটনগর পুরস্কার দেওয়া হচ্ছে।

এই পুরস্কার পাওয়ার যোগ্য ৪৫ বছর বয়স পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণায় নিযুক্ত কোনও ভারতীয় নাগরিকরা। পুরস্কারের মধ্যে থাকে একটি প্রশংসাপত্র, একটি ফলক এবং নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার। একইসঙ্গে প্রাপকরা ৬৫ বছর বয়স পর্যন্ত প্রতিমাসে ১৫হাজার টাকা করে পান। ভাটনগর পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন,”ইমিউনোলজিস্ট, IICB-র চিকিৎসক দীপ্যমান গাঙ্গুলিকে অভিনন্দন। কোভিড গবেষণা সম্পর্কিত তাঁর কাজের জন্য মর্যাদাপূর্ণ ভাটনগর পুরস্কার পেয়েছেন তিনি। ভাটনগর পুরষ্কার স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে বেশ কয়েক বছর পর বাংলার বিজ্ঞানীদের হাতে এসেছে।”

আরও পড়ুন- রাজ্যে বিনিয়োগ আনতে বিশেষ উদ্যোগ! মঙ্গলেই স্পেন-দুবাই সফরে মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...