Friday, November 7, 2025

পৃথিবী থেকে আর দূরত্ব বাড়ল সৌরযান,আরও একটি কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য এল ১

Date:

পৃথিবী থেকে ক্রমশ সূর্যের দিকে এগিয়ে চলেছে ইসরোর সৌরযান আদিত্য-এল১। শনিবার রাতে আরও একটি কক্ষপথ বদলে ফেলেছে সে। ফলসরূপ পৃথিবী থেকে তার দূরত্বও বাড়ল সৌরযানের। ইসরো টুইট করে জানিয়েছে, কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল হয়েছে। এর ফলে আদিত্য-এল১-এর গতি আরও খানিকটা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃঅনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন ভারত, দুই গোলদাতা ভরত লাইরেনজাম এবং লেভিস জংমিনলুন

পৃথিবীর টান কাটাতে আর দু’টি ধাপ পেরোতে হবে সৌরযানটিকে। শনিবারের সাফল্যের পর বর্তমানে সেটি চতুর্থ কক্ষপথে পৌঁছেছে। সেখানে আবর্তন সম্পন্ন হলে কক্ষপথ বদলে আদিত্য-এল১ পৌঁছবে পঞ্চম কক্ষপথে। তার পর আর এক বার ধাক্কা দিয়ে তাকে পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে পাঠিয়ে দেওয়া হবে।

পৃথিবীর টান কাটিয়ে ফেলার পর সূর্যের অভিমুখে কাঙ্ক্ষিত কক্ষপথ বা ল্যাগরেঞ্জ পয়েন্ট (এল১ পয়েন্ট)-এ পৌঁছতে আরও ১১০ দিন লাগবে আদিত্যের। সেখানে পৌঁছে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সে।

ইসরো টুইটে জানিয়েছে, আদিত্য-এল১-এর তৃতীয় বারের কক্ষপথ বদল সফল হয়েছে। বেঙ্গালুরুর অফিস থেকে সৌরযানটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ ছাড়া, মরিশাস এবং পোর্ট ব্লেয়ার থেকে কৃত্রিম উপগ্রহটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কক্ষপথ পরিবর্তনের ফলে আদিত্য-এল১ ২৯৬ কিমি X ৭১৭৬৭ কিমি কক্ষপথে পৌঁছেছে। অর্থাৎ, কক্ষপথে আবর্তনের সময় পৃথিবীর সবচেয়ে কাছে এলে সৌরযানের দূরত্ব হবে ২৯৬ কিলোমিটার। সবচেয়ে দূরে গেলে দূরত্ব হবে ৭১,৭৬৭ কিলোমিটার। আদিত্য-এল১-এ পরবর্তী কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, রাত ২টোয়।

আদিত্য-এল১ ভারতের প্রথম সূর্য অভিযান। এর আগে সূর্যকে কেন্দ্র করে কোনও মহাকাশ অভিযানের পরিকল্পনা করেনি ইসরো। চন্দ্রযান-৩-এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করানোর পরেই সূর্যের দিকে পা বাড়িয়েছে ইসরো।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version