Saturday, August 23, 2025

IND-PAK: ‘রিজার্ভ ডে’-তে বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে ম‍্যাচের ভবিষ্যৎ? ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে রোহিতদের?

Date:

গতকাল এশিয়া কাপ গ্রুপ পর্বের ম‍্যাচের মতন সুপার ফোরের ভারত-পাক ম‍্যাচও ভেস্তে যায় বৃষ্টির জন‍্য। ম‍্যাচ হবে ‘রিজার্ভ ডে’ অর্থাৎ আজ। সুপার ফোরের ম‍্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে, এই আশঙ্কা করেই ছিল এসিসির। তাই ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে। এখন প্রশ্ন হল আজও বৃষ্টি হলে ম‍্যাচের ভবিষ্যৎ কি।

কলম্বোর আবহওয়া বলছে, আজও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে খেলা ভেস্তে গেলে দু’দলই ১ পয়েন্ট করে পাবে। সেরকম হলে ভারতের ঝুলিতে পরবে ১ পয়েন্ট। আর পাকিস্তানের ঝুলিতে পরবে ১ পয়েন্ট। সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৩ পয়েন্ট। হার ভারথের পয়েন্ট হবে ১। এবার প্রশ্ন হল যদি ম‍্যাচ না হয়, পয়েন্ট ভাগাভাগি হয়, তবে ফাইনালে কি পৌঁছাতে পারবে রোহিত শর্মার দল। সেক্ষেত্রে ভারতকে পরপর দু’ম‍্যাচ জিততে হবে। রোহিতদের পরের দু’টি খেলা মঙ্গলবার শ্রীলঙ্কা এবং শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ জিতলে তাঁদের পয়েন্ট হবে ৫। অর্থাৎ, সরাসরি ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তাহলে আর অন্য কোনও ম্যাচের দিকে তাকাতে হবে না রোহিত -বিরাটদের।

রবিবার ভারতের ইনিংসের ২৪.১ ওভারের মাথায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়। সেই ম্যাচ আর শুরু করা যায়নি। ম‍্যাচ গড়ায় ‘রিজার্ভ ডে’ অর্থাৎ  আজ সোমবার। রিজার্ভ ডে-তে ম্যাচ আবার সেখান থেকেই শুরু হবে। পুরো ৫০ ওভারেরই ম্যাচ হবে। যদি সোমবার বৃষ্টি বাধা না দেয় তা হলে ভারতকে বাকি ২৫.৫ ওভার ব্যাট করতে হবে। তারপরে পাকিস্তানের ইনিংসের ৫০ ওভার রয়েছে।

এদিকে ভারত-পাক ম‍্যাচ সোমবার গড়ানোর ফলে টানা তিনদিন মাঠে থাকতে হবে টিম ইন্ডিয়াকে। কারণ মঙ্গলবার এশিয়া কাপের সুপার ফোরে রোহিতদের সামনে শ্রীলঙ্কা।

আরও পড়ুন:ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন জোকোভিচ, গড়লেন অনন্য নজির

 

 

 

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version