রোজগারের আশায় কাকভোরে বেরিয়ে পথদুর্ঘ*টনা! মালদহে মর্মান্তি*ক মৃ*ত্যু ৪ কৃষকের, আহ*ত ১

মালদহের গাজোলে ভয়াবহ পথ দুর্ঘটনা।নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার পেছন থেকে টোটোকে ধাক্কা মারার ঘটনায় মৃত্যু হল চার কৃষকের। আহত একজনকে মালদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতক ডাম্পারের চালক ও খালাসি।ডাম্পারটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বিদেশ সফরে মমতা,দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান
মঙ্গলবার কাকভোরে ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানার শ্যামনগরে। জানা গিয়েছে,একটি টোটোতে চেপে পাঁচ কৃষক চাষের সবজি বিক্রির উদ্দেশ্যে গাজোলের কিষাণমাণ্ডিতে যাচ্ছিলেন। এমন সময় মাঝরাস্তাতেই আচমকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টোটোটিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে দুমড়েমুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন টোটোতে থাকা পাঁচজনই। তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত আরও একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মালদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রের খবর, মৃতরা সকলেই গাজোলের আহোরা গৌরাঙ্গপুরের বাসিন্দা। তাঁরা সকলেই পেশায় কৃষক। দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটিকে আতক করা গেলেও চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।