Tuesday, May 13, 2025

মামলার রায়দানের আগে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়: ইডিকে মৌখিক নির্দেশ বিচারপতির

Date:

কোনও প্রমাণ নেই। তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত- বিচারের জন্য যেতে হয় অভিষেককে। সোমবার, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে মোদি সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার সেই কলকাতা হাই কোর্টেই (Calcutta High Court) যেতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। মঙ্গলবার হাই কোর্টে রক্ষাকবচের আবেদন জানান অভিষেক। মামলার রায়দানের আগে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, ইডিকে মৌখিক নির্দেশ দেন বিচারপতি।

I.N.D.I.A. জোটের সমন্বয় কমিটির বৈঠকের প্রথমদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করে ইডি। আদালতের দ্বারস্থ হন অভিষেক। রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁর আবেদন ছিল, মামলা যতক্ষণ বিচারাধীন রয়েছে ততক্ষণ যেন কোনও পদক্ষেপ না করে ইডি। আদালত এই নির্দেশ দিক। শুনানিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডিকে মৌখিক নির্দেশ দেন, রায়দান না হওয়া পর্যন্ত যেন অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করা হয়। ওই মৌখিক আশ্বাসই অভিষেকের রক্ষাকবচ।

আরও পড়ুন: উপাচার্য নিয়োগ বিল নিয়ে রাজভবনের কাছে হলফনামা তলব হাইকোর্টের

মঙ্গলবার অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি হাই কোর্টের শুনানিতে বলেন, ১৩ সেপ্টেম্বর বুধবার ইডি আমার মক্কেলকে তলব করেছে ইডি। বুধবারই INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠক। নিজেদের মুখ বাঁচাতে ইডির আইনজীবী সাফাই দেন, তলব মানে কড়া পদক্ষেপ নয়। কিছু প্রশ্ন রয়েছে তাই ডাকা।

ইসিআইআর খারিজের মূল মামলায় অভিষেক এবং ইডির বক্তব্য নতুন করে পেশ করতে বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৯ সেপ্টেম্বর।

 

INDIA জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। সেই কমিটিতে অন্যতম সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই দিনই ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট হাজির হওয়ার নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চির দম্ভের শূন্যতাকে আক্রমণ করেন অভিষেক। এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, (বিজেপির) রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অভিষকে তলব। মমতার কথায়, গণতন্ত্রের একটি সীমা আছে, এরা মানে না। এরপরেই তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, অভিষেককে সব সময় অকারণে হেনস্থা করা হয়। ওঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। তাও তাঁকে বারবার তলব করা হচ্ছে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত- বিচারের জন্য যেতে হয় অভিষেককে।

 

 

 

Related articles

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...
Exit mobile version