Tuesday, May 13, 2025

ডিজেলচালিত গাড়ি উৎপাদন বন্ধ করুন: নির্মাতা সংস্থাগুলিকে হুঁশিয়ারি নীতীন গড়করির

Date:

গাড়ি নির্মাণকারী সংস্থাগুলিকে ডিজেল চালিত গাড়ি উৎপাদন বন্ধ করতে কার্যত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। আগামী দিনে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির উপর অতিরিক্ত কর চাপানোরও ইঙ্গিত দিলেন তিনি। মন্ত্রী জানান, বায়ুদূষণের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে ডিজেল চালিত গাড়ি।

মঙ্গলবার দিল্লিতে দেশের গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন, ‘সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’ (সিয়াম)-এর ৬৩তম বার্ষিক সম্মেলনে গড়করি জানান, “ধাপে ধাপে বিদায় জানাতে হবে ডিজেল চালিত গাড়িকে তাহলেই বায়ু দূষণের সঙ্গে মোকাবেলা করা সম্ভব হবে।” ডিজেলকে একটি “বিপজ্জনক জ্বালানী” বলে অভিহিত করে মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান চাহিদা ভারতকে জ্বালানি আমদানির উপর নির্ভর করতে বাধ্য করছে। আর এই পদক্ষেপ নিতে গিয়ে যদি ভারতীয় গাড়ি প্রস্তুতকারকদের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে হয় তাহলে তাও করবে সরকার। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়করি মঙ্গলবার বলেন, ডিজেল গাড়ির উপর ট্যাক্স বাড়ানো এবং নির্মাতারা তাদের উৎপাদন সীমিত না করলে তাদের বিক্রয়কে “আরও কঠিন” করা ছাড়া সরকারের আর কোন বিকল্প থাকবে না।

গড়করি এদিন “দূষণ-কর” বসানোর ইঙ্গিতও দেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে এদিন নীতীন গড়করি জানান, সরকার যদিও এখনই কর নিয়ে কোনও চিন্তা করছে না তবে ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে মন্ত্রক। আর সেই প্রতিশ্রুতি রাখতে পরিষ্কার এবং সবুজ বিকল্প জ্বালানী গ্রহণ করা অপরিহার্য।

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version