Sunday, August 24, 2025

ডিজেলচালিত গাড়ি উৎপাদন বন্ধ করুন: নির্মাতা সংস্থাগুলিকে হুঁশিয়ারি নীতীন গড়করির

Date:

গাড়ি নির্মাণকারী সংস্থাগুলিকে ডিজেল চালিত গাড়ি উৎপাদন বন্ধ করতে কার্যত হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। আগামী দিনে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির উপর অতিরিক্ত কর চাপানোরও ইঙ্গিত দিলেন তিনি। মন্ত্রী জানান, বায়ুদূষণের ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছে ডিজেল চালিত গাড়ি।

মঙ্গলবার দিল্লিতে দেশের গাড়ি নির্মাতা সংস্থাগুলির সংগঠন, ‘সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স’ (সিয়াম)-এর ৬৩তম বার্ষিক সম্মেলনে গড়করি জানান, “ধাপে ধাপে বিদায় জানাতে হবে ডিজেল চালিত গাড়িকে তাহলেই বায়ু দূষণের সঙ্গে মোকাবেলা করা সম্ভব হবে।” ডিজেলকে একটি “বিপজ্জনক জ্বালানী” বলে অভিহিত করে মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান চাহিদা ভারতকে জ্বালানি আমদানির উপর নির্ভর করতে বাধ্য করছে। আর এই পদক্ষেপ নিতে গিয়ে যদি ভারতীয় গাড়ি প্রস্তুতকারকদের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে হয় তাহলে তাও করবে সরকার। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতীন গড়করি মঙ্গলবার বলেন, ডিজেল গাড়ির উপর ট্যাক্স বাড়ানো এবং নির্মাতারা তাদের উৎপাদন সীমিত না করলে তাদের বিক্রয়কে “আরও কঠিন” করা ছাড়া সরকারের আর কোন বিকল্প থাকবে না।

গড়করি এদিন “দূষণ-কর” বসানোর ইঙ্গিতও দেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে এদিন নীতীন গড়করি জানান, সরকার যদিও এখনই কর নিয়ে কোনও চিন্তা করছে না তবে ২০৭০ সালের মধ্যে কার্বন নির্গমণের পরিমাণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে মন্ত্রক। আর সেই প্রতিশ্রুতি রাখতে পরিষ্কার এবং সবুজ বিকল্প জ্বালানী গ্রহণ করা অপরিহার্য।

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version