Saturday, January 10, 2026

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! ফের চলতি বছরে প্রাথমিকের টেট, ঘোষণা পর্ষদের

Date:

Share post:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ১০ ডিসেম্বর হবে চলতি বছরের প্রাথমিকের টেট (Primary TET)। বুধবার, সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এদিনই পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে ফর্ম ফিলাপের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

NCTE গাইডলাইন অনুযায়ী, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট (Primary TET) নিতে হবে। গত বছর ১১ ডিসেম্বর টেট হয়। পাঁচ বছর পরে সেই পরীক্ষার আয়োজন করে পর্ষদ। তবে, সেই নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার (Exam) প্রস্তুতি শুরু করেছে পর্ষদ। এ বছরেও ডিসেম্বরেই হবে টেট।

  • ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে।
  • দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে।
  • ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।
  • বৃহস্পতিবার সন্ধে ৭টার পরে পর্ষদের ওয়েবসাইটেই মিলবে ফর্ম।

গতবার বিএড পাশরাও প্রাথমিক টেটে বসতে পেরেছিলেন। কিন্তু তারপর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে, এবার তাঁরা টেট দিতে পারবেন না। শুধুমাত্র ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরাই এবার পরীক্ষায় বসতে পারবেন। তিন সপ্তাহ সময় থাকবে প্রার্থীদের কাছে। তা ছাড়া, গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও নতুন করে এ বছর ফর্ম পূরণ করতে পারবেন বলে জানান পর্ষদ সভাপতি। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: উৎসবের মরশুমে ছুটি নেই বিদ্যুৎ দফতরের ৭০ হাজার কর্মীর!

গৌতম পাল জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয়। তাঁর আরও সংযোজন, “প্রার্থীদের কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি৷ আশা করছি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পেয়ে যাব। কারপরই আমরা নিয়োগ করতে পারব।”

 

 

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...