Thursday, January 15, 2026

এশিয়ান গেমসের ট্র্যাকে চমক দিতে তৈরি ভারতের যমজ বোন ভিত্যা ও নিত্যা

Date:

Share post:

বিশ্ব ক্রীড়ায় যমজ ভাই বা যমজ বোনের একই খেলায় অংশ নেওয়ার ঘটনা বিরল নয়।কিন্তু ভারতীয় ক্রীড়ায় যমজ বোন একই সঙ্গে ভারতীয় টিমের হয়ে এশিয়ান গেমসে নামছেন, এমনটা আগে হয়নি। চিনের হাংঝৌতে আসন্ন এশিয়ান গেমসে ভারতের যমজ বোন ভিত্যা ও নিত্যা রামরাজ নামতে চলেছেন অ্যাথলেটিক্সে। দু’জনেই আবার স্প্রিন্টার। কয়েক মিনিট আগে জন্মানো ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে নামেন। আর ছোট নিত্যা নামেন ১০০ মিটার হার্ডলসে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের এই যমজকে এতটাই এক রকম দেখতে যে হোস্টেল কিংবা ট্র্যাক, সকলেই ভুলভাল নামে ডেকে ব্যাপারটাকে নিয়ে রীতিমতো হাসিহাসির পর্যায়ে নিয়ে যান। তাই এশিয়াডে ৬৫ জনের অ্যাথলিটের তালিকায় দুই বোনের নাম একসঙ্গে দেখে সকলেই মনে করছেন হাংঝৌয়ে এ নিয়ে যথেষ্ট নাটক হবে।

২৪ বছরের ভিত্যা ও নিত্যার আরও এক দিদি আছেন। ২৭ বছরের সত্যা অবশ্য অ্যাথলিট নন। যমজ বোনের উত্থান এক গরীব পরিবার থেকেই। নিত্যাদের বাবা এক সময় টেম্পো চালিয়ে সংসার চালাতেন। এখন অবশ্য সংসারের হাল ধরেছেন যমজ বোন। নিত্যা ইনকাম ট্যাক্সে চাকরি করেন। আর ভিত্যা রেলে।ভিত্যা জানিয়েছেন, আমার মা-ই আমাদের ছেলেবেলায় অ্যাথলেটিক্সে নিয়ে যান।

ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে এবার ফেডারেশন কাপ আর জাতীয় মিটে জোড়া সোনা জিতেছেন। তবে ক’দিন আগে চন্ডীগড়ে গ্রাঁপ্রিতে ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে সময় নেন ৫৫.৪৩ সেকেন্ড। যা নিয়ে ভারতীয় অ্যাথলেটিক্স মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কারণ ৩৯ বছর আগে এই বিভাগে রেকর্ড আছে পিটি ঊষার ৫৫.৪২ সেকেন্ড। ভিত্যা অল্পের জন্য তা ভাঙতে না পারলেও এশিয়াডে এমন সময় করলে পদক জিততে পারবেন বলে মনে করছেন অনেকেই। কারণ ৫৬ সেকেন্ডের কম সময় করতে পারলেই পদক আসবে বলে মনে করা হচ্ছে। নিত্যাও ১০০ মিটার হার্ডলসের ফাইনালে উঠতে পারেন। পদক জয়ে তাঁর বড় প্রতিপক্ষ হবেন ভারতের জ্যোতি ইয়ারজি।

 

 

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...