Friday, December 5, 2025

এশিয়ান গেমসের ট্র্যাকে চমক দিতে তৈরি ভারতের যমজ বোন ভিত্যা ও নিত্যা

Date:

Share post:

বিশ্ব ক্রীড়ায় যমজ ভাই বা যমজ বোনের একই খেলায় অংশ নেওয়ার ঘটনা বিরল নয়।কিন্তু ভারতীয় ক্রীড়ায় যমজ বোন একই সঙ্গে ভারতীয় টিমের হয়ে এশিয়ান গেমসে নামছেন, এমনটা আগে হয়নি। চিনের হাংঝৌতে আসন্ন এশিয়ান গেমসে ভারতের যমজ বোন ভিত্যা ও নিত্যা রামরাজ নামতে চলেছেন অ্যাথলেটিক্সে। দু’জনেই আবার স্প্রিন্টার। কয়েক মিনিট আগে জন্মানো ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে নামেন। আর ছোট নিত্যা নামেন ১০০ মিটার হার্ডলসে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের এই যমজকে এতটাই এক রকম দেখতে যে হোস্টেল কিংবা ট্র্যাক, সকলেই ভুলভাল নামে ডেকে ব্যাপারটাকে নিয়ে রীতিমতো হাসিহাসির পর্যায়ে নিয়ে যান। তাই এশিয়াডে ৬৫ জনের অ্যাথলিটের তালিকায় দুই বোনের নাম একসঙ্গে দেখে সকলেই মনে করছেন হাংঝৌয়ে এ নিয়ে যথেষ্ট নাটক হবে।

২৪ বছরের ভিত্যা ও নিত্যার আরও এক দিদি আছেন। ২৭ বছরের সত্যা অবশ্য অ্যাথলিট নন। যমজ বোনের উত্থান এক গরীব পরিবার থেকেই। নিত্যাদের বাবা এক সময় টেম্পো চালিয়ে সংসার চালাতেন। এখন অবশ্য সংসারের হাল ধরেছেন যমজ বোন। নিত্যা ইনকাম ট্যাক্সে চাকরি করেন। আর ভিত্যা রেলে।ভিত্যা জানিয়েছেন, আমার মা-ই আমাদের ছেলেবেলায় অ্যাথলেটিক্সে নিয়ে যান।

ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে এবার ফেডারেশন কাপ আর জাতীয় মিটে জোড়া সোনা জিতেছেন। তবে ক’দিন আগে চন্ডীগড়ে গ্রাঁপ্রিতে ভিত্যা ৪০০ মিটার হার্ডলসে সময় নেন ৫৫.৪৩ সেকেন্ড। যা নিয়ে ভারতীয় অ্যাথলেটিক্স মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কারণ ৩৯ বছর আগে এই বিভাগে রেকর্ড আছে পিটি ঊষার ৫৫.৪২ সেকেন্ড। ভিত্যা অল্পের জন্য তা ভাঙতে না পারলেও এশিয়াডে এমন সময় করলে পদক জিততে পারবেন বলে মনে করছেন অনেকেই। কারণ ৫৬ সেকেন্ডের কম সময় করতে পারলেই পদক আসবে বলে মনে করা হচ্ছে। নিত্যাও ১০০ মিটার হার্ডলসের ফাইনালে উঠতে পারেন। পদক জয়ে তাঁর বড় প্রতিপক্ষ হবেন ভারতের জ্যোতি ইয়ারজি।

 

 

 

spot_img

Related articles

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...