Wednesday, May 14, 2025

মিডিয়া ট্রায়াল রুখতে কঠোর সুপ্রিম কোর্ট, গাইডলাইন তৈরির নির্দেশ

Date:

বিচারের আগেই অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন। এই ধরণের প্রতিবেদন বন্ধ করতে এবার কড়া অবস্থান নিল দেশের শীর্ষ আদালত। সংবাদমাধ্যমের এই ধরণের আচরণের উপর রাশ টানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে (MHA) তিন মাসের মধ্যে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুলিশকে সেই গাইডলাইন মেনে অপরাধমূলক ঘটনার ব্রিফিং করতে হবে।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পক্ষপাত দুষ্ট সংবাদমাধ্যমের প্রসঙ্গে আরও নির্দেশ দেন, এ ব্যাপারে সব রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা ও জাতীয় মানবাধিকার কমিশনকেও তাঁদের সুপারিশ পেশ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ করবেন তাঁরা। শীর্ষ আদালত (Supreme Court) জানিয়েছে, মিডিয়া ট্রায়ালের কারণে বিচারের কাজ ব্যহত হচ্ছে। ফলে কোন পরিস্থিতিতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে তথ্য প্রকাশ করা হবে তা স্থির করার দরকার। সুপ্রিম কোর্টের মতে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, এখানে অভিযুক্ত এবং অভিযোগকারী দুজনের স্বার্থই জড়িয়ে রয়েছে। বাক স্বাধীনতা মৌলিক অধিকার, মিডিয়ারও খবর করার বা মতামত জানানোর অধিকার রয়েছে। কিন্তু মিডিয়া ট্রায়াল চলতে দেওয়া যায় না। তদন্ত চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ ফাঁস হয়ে যায় তাহলে সেই তদন্তেরও ব্যঘাত ঘটতে পারে। পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, মিডিয়া ট্রায়াল বন্ধ করতে যে গাইডলাইন আনা হবে তার খসড়া প্রস্তাব ৬ সপ্তাহের মধ্যে আদালতে পেশ করতে হবে।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version