Saturday, November 29, 2025

বই পড়ার অভ্যাস ফেরানো দরকার, শিশু সাহিত্য উৎসবে বললেন ব্রাত্য

Date:

Share post:

সাহিত্যে লুকিয়ে কল্পনা শক্তির বিকাশ। কিন্তু আজকের পৃথিবীতে শিশুরা বড্ড বেশি যন্ত্র নির্ভর হয়ে পড়ছে। সেই জায়গা থেকে শিশুমনকে বইয়ের সৃষ্টিশীল জগতে ফিরিয়ে আনতে এবার ছোটদের জন্য বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতরের ( Information Culture Department of West Bengal Government)উদ্যোগে আজ অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকে রবীন্দ্রসদন প্রাঙ্গণ (Rabindra Sadan)এবং একতারা মুক্তমঞ্চে শুরু হল যোগীন্দ্রনাথ সরকার স্মরণে ‘ ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসব’। নন্দন চত্বরে আগামী রবিবার পর্যন্ত চলবে এই উৎসব। পাশাপাশি আবার বিজ্ঞান মডেল প্রদর্শনীরও আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট কবি জয় গোস্বামী (Joy Goswami)উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), শিশু কিশোর অ্যাকাডেমির সভাপতি অর্পিতা ঘোষ (Arpita Ghosh)সহ বিশিষ্ট জনেরা।

শিশুরা আজ কল্পনা শক্তির বিকাশ ঘটাবার সুযোগ পাচ্ছে না। ভিসুয়ালাইজাশন শব্দটা এখন আর সেভাবে গুরুত্ব পায় না। ইন্টারনেটের যুগে সবেতেই গুগল সার্চ করার প্রবণতা বাড়ছে। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বাংলা সাহিত্যের চর্চা কমছে। আগে বৃষ্টির দিনের সকাল কথাটা শুনলেই , দশজন মানুষের দশ রকমের অনুভূতি হত। কারোর ভাল আবার কারোর খারাপ স্মৃতি মনে পড়ত। কিন্তু এখনকার প্রজন্মের মধ্যে এগুলো সব হারিয়ে যাচ্ছে। বই পড়া বই উপহার দেওয়ার অভ্যাস ফিরিয়ে আনা দরকার। এই ধরণের কর্মসূচির মাধ্যমে সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

অর্পিতা ঘোষ জানান,শিশু কিশোরদের জন্য এধরনের সরকারি বইমেলার উদ্যোগ এই প্রথম। অ্যাকাডেমির নিজস্ব প্রকাশনা সহ ১৫ টি নামি প্রকাশনা সংস্থা এই বই মেলায় অংশ নিয়েছে। বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়েছে কলকাতা ও জেলার ২০ টি স্কুলের পড়ুয়ারা। শিশুদের মধ্যে বিজ্ঞান ও বই পড়ার চর্চা বাড়াতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...