Friday, December 12, 2025

‘জওয়ান’ দেখে রেগে আ.গুন, ফেরত চাওয়া হল টিকিটের দাম!

Date:

Share post:

সারা দেশ যেখানে ‘জওয়ান’ (Jawan) ঝড়ে ভাসছে। সিনেমা মুক্তির প্রায় ৬ দিনের মধ্যে সব রেকর্ড ভেঙে গেছে বক্স অফিসে, ঠিক তখনই শাহরুখ খানের (Shahrukh Khan)সিনেমা নিয়ে এল নেগেটিভ রিভিউ। সিনেমা দেখতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হল যে বাধ্য হয়ে টিকিটের দাম ফেরত চাইলেন দর্শক! এমনিতেই ‘পাঠান’ সিনেমার পর ‘জওয়ান’ (Jawan) হিসেবে বড়পর্দায় এসে সব হিসেব গণ্ডগোল করে দিয়েছেন বলিউড বাদশা। সর্বত্র তাঁর প্রশংসা আর উন্মাদনা যখন তুঙ্গে তখন এই ঘটনা বেশ চমকে দেওয়ার মতো। তাহলে কি সিনেমা দেখে এতটাই হতাশ হলেন দর্শক যে টিকিটের দাম ফেরত চাইলেন? একেবারেই না। আসল ঘটনা সম্পূর্ণ আলাদা।

প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে ‘ জওয়ান’। পাশাপাশি বিশ্বের কিং ভক্তদের শাহরুখ আবেগ চোখে পড়ার মতো। ছবি মুক্তির আগে থেকেই চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের বাদশার দ্বিতীয় ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ছিল। আর সেটারই প্রভাব ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দেখা গিয়েছে। কিন্তু এই হলের দর্শকরা রেগে আগুন কেন? ঘটনা ইংল্যান্ডের। সম্প্রতি ইনস্টাগ্রামে ইংল্যান্ডবাসী এক যুগল তাঁদের ‘জওয়ান’ দেখার মারাত্মক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যদিও তাঁরা একে দুর্ঘটনা আখ্যা দিতে চান। আসলে তাঁরা ভিডিয়োতে জানিয়েছেন যে এই এই ছবি নিয়ে তাঁরা দারুণ উৎসাহী ছিলেন। সেইমতো চড়া দামে টিকিট কাটেন। কিন্তু সিনেমা হলে ঢোকার পরই ঘটে বিপত্তি। দেখা যায় ছবি প্রথম থেকে নয় বরং ক্লাইম্যাক্স থেকে দেখানো শুরু হয়েছিল সেই শোতে। মানে প্রথম ভাগের বদলে হল কর্তৃপক্ষ ভুল করে দ্বিতীয় ভাগ আগে চালিয়ে দিয়েছিলেন। ফলে ছবি দেখার মজাটাই নষ্ট হয়ে যায়। এরপরেই তাঁরা কর্তৃপক্ষের কাছে গিয়ে টিকিটের দাম ফেরত চান। এই ঘটনা রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমে। যদিও দর্শকরা বলছেন এর সঙ্গে ‘ জওয়ান’ সিনেমার জনপ্রিয়তার কোনও সম্পর্ক নেই কারণ ইংল্যান্ডের বাকি হলে তো বটেই এমনকি আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়া, সর্বত্র শুধুই শাহরুখ বন্দনা আজও। চারদিনে ৫০০ কোটি আয় সহজ কথা নয়, স্বীকার করছেন নিন্দুকরাও।

spot_img

Related articles

Indigo-র উড়ান বিপর্যয়ে ৪ ‘ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর’ বরখাস্ত করল DGCA, বিমান সংস্থার পরিষেবায় বাড়তি নজরদারি

ইন্ডিগো-র রেকর্ড সংখ্যক উড়ান বাতিল। হয়রান যাত্রীরা। প্রশ্নের মুখে দেশের বিমান (Flight) চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA)-র ভূমিকা।...

শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে আজই ছুটি পাচ্ছেন নচিকেতা! 

হৃদরোগের সমস্যা নিয়ে আচমকাই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। পরীক্ষা করতেই...

প্রয়াত শিবরাজ পাতিল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা শিবরাজ পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার লাতুরে...

সংসদের অপমান! হামলার বর্ষপূর্তিতেও রাজ্যসভায় নেই পূর্ণমন্ত্রীরা, বিরোধীদের দাবিতে অধিবেশন মুলতুবি করতে হল চেয়ারম্যানকে

সংসদ হামলার ২৪ বছর পূর্তি হল শুক্রবার। হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার (Rajya Sabha) সাংসদেরা (MP)। কিন্তু...