Thursday, August 21, 2025

‘জওয়ান’ দেখে রেগে আ.গুন, ফেরত চাওয়া হল টিকিটের দাম!

Date:

Share post:

সারা দেশ যেখানে ‘জওয়ান’ (Jawan) ঝড়ে ভাসছে। সিনেমা মুক্তির প্রায় ৬ দিনের মধ্যে সব রেকর্ড ভেঙে গেছে বক্স অফিসে, ঠিক তখনই শাহরুখ খানের (Shahrukh Khan)সিনেমা নিয়ে এল নেগেটিভ রিভিউ। সিনেমা দেখতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি হল যে বাধ্য হয়ে টিকিটের দাম ফেরত চাইলেন দর্শক! এমনিতেই ‘পাঠান’ সিনেমার পর ‘জওয়ান’ (Jawan) হিসেবে বড়পর্দায় এসে সব হিসেব গণ্ডগোল করে দিয়েছেন বলিউড বাদশা। সর্বত্র তাঁর প্রশংসা আর উন্মাদনা যখন তুঙ্গে তখন এই ঘটনা বেশ চমকে দেওয়ার মতো। তাহলে কি সিনেমা দেখে এতটাই হতাশ হলেন দর্শক যে টিকিটের দাম ফেরত চাইলেন? একেবারেই না। আসল ঘটনা সম্পূর্ণ আলাদা।

প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছে ‘ জওয়ান’। পাশাপাশি বিশ্বের কিং ভক্তদের শাহরুখ আবেগ চোখে পড়ার মতো। ছবি মুক্তির আগে থেকেই চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের বাদশার দ্বিতীয় ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে ছিল। আর সেটারই প্রভাব ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দেখা গিয়েছে। কিন্তু এই হলের দর্শকরা রেগে আগুন কেন? ঘটনা ইংল্যান্ডের। সম্প্রতি ইনস্টাগ্রামে ইংল্যান্ডবাসী এক যুগল তাঁদের ‘জওয়ান’ দেখার মারাত্মক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যদিও তাঁরা একে দুর্ঘটনা আখ্যা দিতে চান। আসলে তাঁরা ভিডিয়োতে জানিয়েছেন যে এই এই ছবি নিয়ে তাঁরা দারুণ উৎসাহী ছিলেন। সেইমতো চড়া দামে টিকিট কাটেন। কিন্তু সিনেমা হলে ঢোকার পরই ঘটে বিপত্তি। দেখা যায় ছবি প্রথম থেকে নয় বরং ক্লাইম্যাক্স থেকে দেখানো শুরু হয়েছিল সেই শোতে। মানে প্রথম ভাগের বদলে হল কর্তৃপক্ষ ভুল করে দ্বিতীয় ভাগ আগে চালিয়ে দিয়েছিলেন। ফলে ছবি দেখার মজাটাই নষ্ট হয়ে যায়। এরপরেই তাঁরা কর্তৃপক্ষের কাছে গিয়ে টিকিটের দাম ফেরত চান। এই ঘটনা রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমে। যদিও দর্শকরা বলছেন এর সঙ্গে ‘ জওয়ান’ সিনেমার জনপ্রিয়তার কোনও সম্পর্ক নেই কারণ ইংল্যান্ডের বাকি হলে তো বটেই এমনকি আমেরিকা, দুবাই, অস্ট্রেলিয়া, সর্বত্র শুধুই শাহরুখ বন্দনা আজও। চারদিনে ৫০০ কোটি আয় সহজ কথা নয়, স্বীকার করছেন নিন্দুকরাও।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...