Saturday, January 10, 2026

“বিজেপি-NDA-র ভিত নড়ে গিয়েছে”! এক্স হ্যান্ডেলে INDIA-র ক্ষমতা মনে করালেন অভিষেক

Date:

Share post:

বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (Enforcement Directorate) ডাকে হাজিরা দিতে সকাল সকাল সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দীর্ঘক্ষণ ম্যারাথন জিজ্ঞাসাবাদের (Interrogation) পর বুক ফুলিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই সাংবাদিক সম্মেলন করে বিজেপি তথা এনডিকে একহাত নেন দলের সেকেন্ড ইন কম্যান্ড। আর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মধ্যরাতে নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির তীব্র কটাক্ষ করেন বাংলার যুবরাজ। তিনি লেখেন, ‘বিজেপি (BJP) ভয় পেয়েছে, এনডিএ (NDA) ভয় পেয়েছে। নড়বড়ে টাইটানের মতো ভয় তাদের ভিত নড়বড়ে করে দিয়েছে। এটাই ইন্ডিয়ার (INDIA) ক্ষমতা’।

এদিন এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্যে afRAID ও scarED শব্দে জোর দিয়েছেন অভিষেক। সেই বার্তা দেখলেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও তল্লাশি এই দুই শব্দে জোর দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। তবে এদিন অভিষেক বারবার তাঁর বার্তায় বলতে চান, বিজেপি ও এনডিএ মানেই ভয়। বুধবার রাতে জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডিকে চ্যালেঞ্জ করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। এদিন সকাল থেকে দীর্ঘক্ষণ তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা। তবে প্রতিবারের মতো এবারেও জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একহাত নেন অভিষেক।

ইডিকে চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন,’ আগে বলেছিলাম জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, আজ বলছি মাইনাস ২, শুধু শুধু সময় নষ্ট। যাঁরা ইডি-তে কাজ করছেন, তাঁদের কোনও দোষ দেখি না, তাঁরা তাঁদের কর্তব্য পালন করছেন। রাজনৈতিক প্রভুদের খুশি করতে অনেক সময়, অনেক কাজ ইচ্ছের বিরুদ্ধে গিয়েই করতে হয়। তাঁদের কারও উপর আমার রাগ নেই। সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি। জানি ভোট এলে আবার ডাকবে। আবার ২ মাস পরে ডাকবে। তখন মাইনাস ৪ হবে।’

 

 

 

 

 

 

spot_img

Related articles

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...