Friday, December 5, 2025

‘আমার মা আমার দুর্গা’: মাতৃশক্তিকে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ অভিনেত্রী ঋতুপর্ণার

Date:

Share post:

ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকটা দিন বাকি।পটুয়াপাড়ায় শেষ মুহূর্তের ব্যস্ততা। নিত্যদিনের কাজের ফাঁকে হয়তো ক্যালেন্ডারে চোখ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু মন জানে ‘মা’ আসছে! চিন্ময়ী মায়ের মৃণ্ময়ী রূপের পুজো হবে পাঁচ দিন ধরে। কিন্তু মা তো চিরন্তন। পৃথিবীতে সব থেকে প্রাণবন্ত যে সম্পর্ক তাঁকে ছাড়া কি কোন উৎসব সম্পূর্ণ হয়? তাই মাকে সম্মান জানাতে, তাঁকে শ্রদ্ধা নিবেদনে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’-এর (Bhabna Aaj o Kal) নিবেদন ‘আমার মা আমার দুর্গা’। বিশিষ্ট সাংবাদিক দেবযানী লাহা ঘোষ (Debjani Laha Ghosh) মূল ভাবনাটি ভেবেছেন। তারপর সেই ভাবনার প্রসার ঘটিয়েছেন অভিনেত্রী। দেবযানী শুধু যে সাংবাদিক তা নয়, সম্প্রতি তিনি একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও পরিচালনা করেছেন এবং কাকতালীয়ভাবে সেই সৃষ্টির নাম ছিল ‘দুগ্গা দুগ্গা’। দেবযানী এবং ঋতুপর্ণা (Rituparna Sengupta) অনেক দিনের বন্ধু। দুই নারী যেন মাতৃবন্দনার প্রাক্কালে বাস্তবের মাতৃআরাধনায় ব্রতী হলেন তাঁদের বিশেষ অনুষ্ঠান ‘আমার মা আমার দুর্গা’র (Amar MAA Amar Durga) মাধ্যমে।

১৩ সেপ্টেম্বর বুধবার এই অনুষ্ঠানের বিষয়ে সকলকে জানাতে একত্র হয়েছিলেন দেবযানী এবং ঋতুপর্ণা দুজনেই। এদিন ‘আমার মা আমার দুর্গা’র ব্যানার এবং লোগো লঞ্চ অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেত্রী শ্রীলা মজুমদার, চৈতি ঘোষালরাও সামিল হয়েছিলেন। আগামী মাসে মহালয়া তিথিতে এই বিশেষ অ্যাওয়ার্ড শো আয়োজিত হবে। সেখানে ১০ জন মা এবং তাঁদের সন্তান উপস্থিত থাকবেন । আর সঙ্গে আরও ২ জন থাকবেন যাঁরা কোনও কারণে মাকে হারিয়েছেন কিন্তু মায়ের স্বপ্নকে বুকে আঁকড়ে ধরে এগিয়ে চলেছেন পৃথিবীর বুকে।মাট ১২ জন সেলিব্রিটি, তাঁদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন মহিলা মায়ের স্বপ্নকে সামনে আনবেন।  ক্যান্সার আক্রান্ত এক শিশু এবং তাঁর মা মঞ্চে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান থেকেই ক্যান্সার সম্পর্কিত সচেতনতার বার্তাও দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সনাতন দিন্দা (Sanatan Dinda)।

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, সন্তানের জীবনে নিঃশর্ত ভালোবাসার এক এবং অদ্বিতীয় নাম হল মা। আমরা ঈশ্বরকে দেখতে পাই না কিন্তু আমাদের জননীর মাধ্যমে মাতৃশক্তিকে উপলব্ধি করতে পারি। জীবনের সকল সত্যি এবং শক্তির প্রতীক মা। তিনি বলেন, মাতৃত্ব মেয়েদের মধ্যে বিরাজমান। শুধুমাত্র গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। এমন অনেক মা আছেন যাঁরা সন্তানের জন্ম না দিয়েও যেভাবে নিজেদের স্নেহ আর ভালোবাসায় সন্তান বড় করেছেন, মানুষ করেছেন, তাঁরা কোন অংশে কম যান না। প্রাক পুজো আমেজে এদিন মাতৃবন্দনার সূচনা করল টিম ‘ভাবনা আজ ও কাল’।

spot_img

Related articles

ঘরে বসে বিশ্বকাপ দেখবেন! জল্পনা বাড়ালেন মেসি

বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)।...

প্রযুক্তিগত সমস্যায় রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়ার গতি শ্লথ

কেন্দ্রের ফতোয়ায় সমস্যায় রাজ্যের ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড...

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আনন্দপুরের গুলশন কলোনির রংয়ের গুদাম

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) কলকাতার (Kolkata) বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ এলাকার একটি...

ফুটবলের মধ্য দিয়েই লক্ষ্য জনসংযোগ বৃদ্ধি, হুমায়ুন উদ্যেগে ডেবরায় এমএলএ কাপ

বাংলায় ফুটবল প্রতিভার অভাব নেই। শহর-গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিভাবান ফুটবলাররা। স্থানীয়  ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে প্রতি বছরের...