Thursday, August 21, 2025

বীরভূমের (Birbhum) অক্সিলারি ফায়ার অপারেটর (Auxiliary Fire Operator) পদে কর্মরত ২৫ জনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার দমকল নিয়োগ মামলায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ দেন। এদিন হাইকোর্টের এমন নির্দেশের জেরে প্রশ্নের মুখে ১৫০০ জনের ভবিষ্যৎ। তবে এদিন চাকরি বাতিলের রায় ঘোষণার পর বিচারপতি দেবাংশু বসাক সরকারি কৌঁসুলিকে সাফ জানিয়ে দেন, বীরভূম জেলার মামলার ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অন্য জেলায় যদি এই পদে নিয়োগ নিয়ে অভিযোগ ওঠে সেই সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকেই। উল্লেখ্য, ২০১৭ সালে ১৫০০ জনকে অক্সিলারি ফায়ার অপারেটর পদে নিয়োগ করে রাজ্য। এদিন রায়দানের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দেন, অন্যান্য জেলার ক্ষেত্রে কীভাবে এই পদে নিয়োগ করা হয়েছে, তা অবিলম্বে খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নিক রাজ্য।

পাশাপাশি আদলত এদিন সাফ জানিয়েছে, দমকলের মতো একটা গুরুত্বপূর্ণ দফতরে যেখানে পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মাধ্যমে স্থায়ী নিয়োগ হয়, সেখানে এমন অস্থায়ী নিয়োগ একেবারেই যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক ন্যায়বিচারের পরিপন্থী বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি।

 

 

 

 

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version