Saturday, August 23, 2025

অক্টোবরের মধ্যেই চূড়ান্ত হবে আসন সমঝোতা: সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত

Date:

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন ইন্ডিয়া জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যত দ্রুত সম্ভব আসন ভাগাভাগির কাজও সেরে ফেলার বার্তা দিয়েছিলেন তিনি। সেইমতো ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকে আসন সমঝোতা নিয়ে একপ্রস্ত আলোচনা হল। তবে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে অক্টোবর পর্যন্ত সময় নিয়েছে ইন্ডিয়া জোটের নেতৃত্ব। অবশ্য একাধিক রাজ্যে ইতিমধ্যেই আসন সমঝোতা হয়ে গেছে বলে জানা গিয়েছে জোট সূত্রে।

জোট সূত্র মারফৎ জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর সহ একাধিক রাজ্যে ইতিমধ্যেই আসন সমঝোতা হয়ে গিয়েছে। এছাড়াও তামিলনাড়ু, মহারাষ্ট্র, গোয়াতেও আসন সমঝোতা একপ্রকার প্রায় নিশ্চিত। জানা গিয়েছে, ফর্মুলা হিসেবে নেওয়া হয়েছে গতবারের লোকসভা অথবা গতবারের বিধানসভা অথবা দুটি মিলিয়ে বিশ্লেষণ করেই আসন সমঝোতা করা হবে। এছাড়াও সংশ্লিষ্ট রাজ্যের শক্তিশালী দলের অবস্থানও বিশেষ ভূমিকা পালন করবে আসন সমঝোতার ক্ষেত্রে। ইন্ডিয়া সূত্রে জানা গেছে, প্রথম সমন্বয় বৈঠকে কয়েকটি রাজ্যের জন্য আসন সমঝোতার সিদ্ধান্ত প্রায় নিশ্চিত। যেমন জম্মু-কাশ্মীরে সেখানে ৭ টি আসনে এনডিপি-পিডিপি এবং কংগ্রেসের মধ্যে কথা হয়ে গিয়েছে। মহারাষ্ট্রে ৪৮ টি আসন, তামিলনাড়ুতে ৪০ টি আসন এবং বিহারেও ৪০ টি আসনে কথাবার্তা প্রায় চূড়ান্ত। শুধুমাত্র আপ এবং কংগ্রেসের ২০টি আসন এবং পশ্চিমবঙ্গের ৪২ টি আসন নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি। সে ক্ষেত্রে বিশেষ অধিবেশনের পর ইন্ডিয়া জোটের যে বৈঠক হবে সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে কংগ্রেস পরিচালিত ১০০টি আসনে কোনও সমস্যা নেই বলেই ইন্ডিয়া জোটের দাবি। যে সমস্ত রাজ্যে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত প্রায় নিশ্চিত সেই সমস্ত রাজ্যে কয়েকজন মধ্যস্থতাকারী থাকবেন। যেমন জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে ফারুক আব্দুল্লাহ ,মহারাষ্ট্রের ক্ষেত্রে শরদ পাওয়ার এবং তামিলনাড়ুর ক্ষেত্রে এম কে স্টালিন।
ইন্ডিয়া জোটের এক নেতার কথায়, সারা দেশের মোট ১৫০টি আসনে সমঝোতা পর্ব প্রায় হয়ে গিয়েছে। পারস্পরিক আলোচনার রফাসূত্র বের করতে না পারলে, ভিন রাজ্য থেকে কোনও নেতাকে নিয়ে গিয়ে বিষয়টির নিষ্পত্তি করারও ভাবনাচিন্তা রয়েছে ইন্ডিয়া শিবিরের।

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version