Saturday, May 3, 2025

ভার্চুয়াল শুনানির ভবিষ্যৎ কী? হাইকোর্ট-ট্রাইব্যুনালের কাছে রিপোর্ট তলব শীর্ষ আদালতের

Date:

দেশের সমস্ত হাইকোর্ট (High Court) ও কিছু ট্রাইব্যুনালে (Tribunal) এখনও কী ভার্চুয়াল শুনানি (Virtual Hearing) হচ্ছে? এখনও কী আইনজীবী ও মামলাকারীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে? নাকি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে এই হাইব্রিড মোড (Hybrid Mode)? শুক্রবার এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাইল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ সাফ জানিয়েছে শীর্ষ আদালত দীর্ঘদিন ধরে এই সমস্যাটি উত্থাপন করার পরিকল্পনা করছে।

ইতিমধ্যে দেশের সব হাইকোর্টে এই মর্মে নোটিশ পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT), ন্যাশনাল কোম্পানি ল আপিল ট্রাইব্যুনাল (NCALT) এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT) কেও নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের একটি হলফনামা দাখিলের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

তবে এদিন সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, আমরা এনসিএলটি, এনসিএলএটি, এনজিটি-কেও নোটিশ পাঠিয়েছি। যেখানে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ভার্চুয়াল শুনানি নিয়ে আদালতের প্রশ্নের উত্তর দেবেন। সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট শুনানির জন্য ভিডিও কনফারেন্সিং ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আর সেই নিয়েই শীর্ষ আদালতে দায়ের হয় মামলা। এদিন মামলার শুনানি চলাকালীন মামলাকারী আদালত চত্বরে উপস্থিত ছিলেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ মামলাকারীকে বিষয়গুলি সামনে আনার জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন- চাঁদনি চকে এলআইসি বিল্ডিংয়ে অ.গ্নিকাণ্ড, দমকলের ৪ ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আ.গুন

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version