Thursday, August 28, 2025

কেন এতদিন ক.রোনার টিকা নেননি জোকোভিচ? অবশেষে নিজেই জানালেন আসল কারণ

Date:

করোনার টিকা না নেওয়ার কারণে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি নোভাক জোকোভিচ। খেলতে পারেননি ইউএস ওপেনও। কোভিডের টিকা না নাওয়ার কারণে অস্ট্রেলিয়া ওপেন খেলতে গিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েও ফিরে এসেছেন জোকার। এমনকি ঢুকতে দেওয়া হয়নি আমেরিকাতেও। অবশেষে সমস্যার সমাধান হয়েছে। ইউএস ওপেন চ‍্যাম্পিয়নও হন জোকোভিচ। কেন করোনার টিকা নেননি জোকার অবশেষে সেই নিয়ে মুখ খুললেন তিনি। জোকোভিচের মতে, তিনি টিকার বিরুদ্ধে নন। তবে তিনি ব্যক্তি স্বাধীনতার পক্ষে।

এদিন এই নিয়ে এক সাক্ষাৎকারে জোকার বলেন,” কখনও টিকার বিরোধী ছিলাম না। আমি সব সময় নির্বাচনের স্বাধীনতার পক্ষে। মন থেকে চাই না, এমন কিছু করার পক্ষে নই আমি। বহু মানুষ স্বেচ্ছায় টিকা নিয়েছেন বলে মনে হয় না আমার। নিজের দেশের তো বটেই, সারা বিশ্বের বহু মানুষের সঙ্গে আমার কথা হয়েছে।”

সম্প্রতি ইউএস ওপেন চ‍্যাম্পিয়ন হয়েছেন জোকার। আর এই জয়ের সুবাদে ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জয় জোকারের। সেই প্রসঙ্গও ওঠে। এই নিয়ে তিনি বলেন,”কখনও ভাবিনি কারও সঙ্গে নিজের ২৪তম গ্র্যামস্ল্যাম জয় নিয়ে কথা বলতে পারব। বাস্তবে এমন কিছু হতে পারে, চিন্তাই করিনি কোনও দিন। তবে গত দু’বছর ধরে মনে হচ্ছিল, হলেও হতে পারে। ইতিহাস তৈরি করতে পারি আমি। সত্যিই সম্ভব হলে কেন সেটাকে দু’হাত বাড়িয়ে জড়িয়ে ধরার চেষ্টা করব না?”

আরও পড়ুন:প্রকাশিত হল সুপার সিক্সের মিনি ডার্বির সূচি, ২০ সেপ্টেম্বর লাল-হলুদের মুখোমুখি সাদা-কালো ব্রিগেড

 

 

 

 

 

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version