Sunday, November 16, 2025

বেশ কিছুদিন ধরেই বাংলার সিনে পাড়ায় (Cine Industry) মনোমালিন্য আর ঝগড়া চলছিল। শুটিং বন্ধ হয়ে যাওয়ার মতো আশঙ্কাও তৈরি হয়েছিল। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (Federation of Cine Technicians and Workers of Eastern India) এবং সিনে ভিডিয়ো অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ভেন্ডার্স গিল্ড নামেও পরিচিত) মধ্যে বিবাদ তৈরি হয়েছিল। ভেন্ডার্স গিল্ড (Vendors Guild) কর্তৃপক্ষের অভিযোগ ছিল, ফেডারেশন ও প্রডিউসাররা সাপ্লায়ার্সদের সঙ্গে বিভিন্ন ভাবে অসহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি ফেডারেশনের কিছু সদস্য বেশ কিছু সাপ্লায়ারের উপর নিষেধাজ্ঞাও জারি করেছেন। এই সমস্যা চলতে থাকলে তাঁরা কর্ম বিরতিতে যাবার কথাও ঘোষণা করেন। তাঁরা ফেডারেশন এবং প্রযোজকদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও করেন। আসলে ভেন্ডার্স গিল্ড টলিপাড়ার শুটিংয়ের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে। তাই তাঁরা স্ট্রাইক করতে শুরু করলে খুব স্বাভাবিকভাবেই সিনেমা সিরিয়ালের শুটিংয়ে সমস্যা তৈরি হবে। এই অবস্থায় টলি পাড়ার সমস্যার সমাধানে এগিয়ে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। অভিনেতা এবং টেকনিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মন্ত্রীর। শুক্রবারে দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন তিনি।

ভেন্ডার্স গিল্ডের সেক্রেটারি সৈকত দাস (Saikat Das) জানান যে, মন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেছেন, সবাই সব কাজ করবে।কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না। এমনকি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপ্লায়ারদের নিষিদ্ধ করার কথা লিখে জানানো হয়েছিল, সেখানেই আরও একটি বার্তা দিয়ে এই নিষিদ্ধ করার নির্দেশ প্রত্যাহারের কথাও বলতে হবে। টলিপাড়া সূত্রে খবর দুপক্ষই আপাতত এই সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করেছে।

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version