Tuesday, August 26, 2025

ফের বিরোধী জোটের নয়া নামকরণ নিয়ে অমিত শাহ বিঁধলেন বিরোধীদের

Date:

Share post:

ফের বিরোধী জোটের নয়া নামকরণ নিয়ে অমিত শাহ বিঁধলেন বিরোধীদের।শনিবার বিহারের মধুবনিতে বিজেপির এক জনসভায় তিনি বলেন, “আগে ওরা ইউপিএ নাম দিয়ে জোট করে ১২ লক্ষ কোটি টাকারও বেশি দুর্নীতি করেছে। এবার ওরা নতুন নাম দিয়ে দুর্নীতি করার ষড়যন্ত্র করছে। রেলমন্ত্রী থাকার সময় লালুপ্রসাদ যাদব বড় দুর্নীতি করেছিলেন। ইউপিএ নাম নিয়ে ওরা ফিরতে পারবে না বুঝতে পেরে, ওরা ওদের নতুন জোটের নাম রেখেছে ‘ইন্ডি’ জোট। ওদের জোটের নেতারা রাখিবন্ধন, জন্মাষ্টমীতে ছুটি বাতিল করে, রামচরিতমানসকে অসম্মান করে। সনাতন ধর্মকে রোগের সঙ্গে তুলনা করে। ওরা আসলে শুধু তোষণ আর দুর্নীতির রাজনীতি করছে।”

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, INDIA জোট সনাতন পরম্পরাকে সমাপ্ত করতে চায়। তিনি নিজের বক্তব্যে স্বামী বিবেকানন্দ থেকে লোকমান্য তিলকের প্রসঙ্গ উত্থাপন করেন। মোদি বলেন, ‘বিরোধীরা মিলে মিশে সনাতনকে খণ্ড করতে চান।’ তিনি ‘সতর্ক থাকা’ নিয়েও দেন বার্তা। তিনি বলেন, সংঘবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে।

উল্লেখ‌্য, বিরোধীদের নয়া জোট ‘ইন্ডিয়া’কে ‘ইন্ডি’ জোট নামেই আক্রমণ করছে গেরুয়া শিবির। শুক্রবার এর কারণ ব‌্যাখ‌্যা করেছেন বিজেপি নেতা তথা সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি বলেন, “কিছু লোক বলছেন ইন্ডিয়া অ‌্যালায়েন্স, কিন্তু বলা উচিত ইন্ডি অ‌্যালায়েন্স। জোট শব্দটি দুবার বলা ঠিক নয়।” শাহ বিহারে আরজেডি-জেডিইউ জোটকে ‘তেলে-জলে’ জোট বলেও কটাক্ষ করেছেন। তাঁর মতে, তেলে-জলে যেমন মিশ খায় না, তেমনই বিহারে লালু-নীতীশের জোটও ‘অবাস্তব’।

 

 

 

 

spot_img

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...