আ.গুনে পু.ড়ে ছাই মডেল অভিনেত্রীর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট! অল্পের জন্য র.ক্ষা পেল পোষ্য

শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা । মডেল অভিনেত্রী পুনম পাণ্ডের (Poonam Pandey)বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পুড়ে ছাই। সোশ্যাল মিডিয়ায় এসে এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন তারকা নিজেই। কাজের জন্য সেই মুহূর্তে তিনি বাইরে ছিলেন, তাই প্রাণে বেঁচে যান। হঠাৎই আগুন লেগে যাওয়ায় হইচই শুরু হয়। ফ্ল্যাটে তখন ছিল তাঁর পোষ্য আর বাড়ির পরিচারিকা। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে অ্যাপার্টমেন্ট।এমনকি পুনমের ঘরের একাধিক অংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর। তবে তাঁর পরিচারিকা এবং পোষ্য (Pet Dog) দুজনেই সুস্থ আছে।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে বাড়ির অবস্থা ঘুরিয়ে দেখালেন তিনি। বললেন, ”ঈশ্বরের অশেষ আশীর্বাদ যে আমার পোষ্য আমার পরিচারিকা সুস্থ আছে। যদিও বাড়ির অধিকাংশ জায়গায় পুড়ে গিয়েছে। তবে আমাদের কারও কোনও ক্ষতি হয়নি।” ভিডিয়ো প্রকাশ্যে আসা মাত্রই পুনম ভক্তরা তাঁর বাড়ির ক্ষয়ক্ষতির খবর জানতে চান। মডেল অভিনেত্রী জানান, ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হয়েছিলেন দমকল কর্মীরা। আগুনও নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করেছিলেন, তবে ১৬ তলায় পুনমের ফ্ল্যাট ততক্ষণে পুরোপুরি আগুনের কবলে চলে যায়। কী কারণে অগ্নিকাণ্ড সেটা অবশ্য স্পষ্ট নয়।