Monday, August 25, 2025

মাঠের বাইরে দুরন্ত পারফরম্যান্স, মাঠকর্মীদের জন‍্য বিরাট পুরস্কার ঘোষণা এসিসি সভাপতি জয় শাহ’র

Date:

এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা রোহিত শর্মারা। ২০২৩ এশিয়া কাপ আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ভারত খেলতে না যাওয়ায় এশিয়া কাপ আয়োজন হয় পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশ মিলিয়ে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় অধিকাংশ ম‍্যাচ। তবে ২০২৩ এশিয়া কাপে সব থেকে বেশি শিরোনামে উঠে এসেছে বৃষ্টি। টানা বৃষ্টি। টুর্নামেন্টে বৃষ্টির কোন কামাই নেই। তবে এর মধ্যেই চরম পেশাদারিত্বের সঙ্গে শ্রীলঙ্কার মাঠে আয়োজিত হয় এশিয়া কাপ। বৃষ্টির ভ্রুকুটি নিয়েই সফলভাবে টুর্নামেন্ট শেষ হয়। আর এর জন্য মাঠকর্মীদের জন্য বড়সড় পুরস্কার ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ। এসিসি সভাপতির টুইটারে জানান, ৫০ হাজার ডলার মাঠকর্মীদের পুরস্কার দেওয়া হবে।

এই নিয়ে টুইট জয় শাহ লেখেন,” ক্রিকেটের অঘোষিত হিরোদের কুর্নিশ। কলম্বো এবং ক্যান্ডির মাঠকর্মীদের জন্য এসিসি এবং শ্রীলঙ্কান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হচ্ছে। অসম্ভব দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ইভেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। রুদ্ধশ্বাস ক্রিকেট একশনের জন্য দুরন্ত পিচ এবং সবুজ মাঠের রক্ষণাবেক্ষণ- মঞ্চ ওঁরাই গড়ে দিয়েছিল। ক্রিকেটের সাফল্যের জন্য ওঁরা যা করেছে, তাতে এই স্বীকৃতি ওঁদের প্রাপ্য। এঁদের অবদানকে সম্মান জানানোর জন্যই এই পুরস্কারের উদযাপন।”

গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি। সুপার ফোরে রিজার্ভ ডে’র ব্যবস্থা করে ভারত-পাক ম্যাচ আয়োজন করা হয়েছে। ক্রমাগত বৃষ্টি সত্ত্বেও সুপার ফোরের কোনও ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি বৃষ্টি। মাঠ শুকনো করা, জল নিষ্কাশন করা, পিচে তড়িঘড়ি কভার দেওয়া বারবার বেশ ভালো ভাবেই পালন করেছেন মাঠকর্মীরা।

আরও পড়ুন:‘বলেছিলাম এটি শক্তিশালী দল’, এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হতেই রোহিতদের প্রশংসায় মহারাজ

 

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version