Friday, November 14, 2025

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু দেবলীনা-ভাস্বরের! ভা.ইরাল ছবি ঘিরে বাড়ছে জল্পনা

Date:

তথাগত (Tathagata Mukherjee) অধ্যায় অতীত। এবার ভাস্বর (Bhaswar Chatterjee) প্রেমে মজেছেন টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutt)! হ্যাঁ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমন এক ছবি ভাইরাল হয়েছে। যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটাগরিকদের মধ্যে। তবে কী চার হাত এক হতে চলেছে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা দত্তের? রবিবার একটি ছবি একসঙ্গে পোস্ট করেন দেবলীনা ও ভাস্বর। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা একেবারে নতুন বউয়ের সাজে হাজির টলি অভিনেত্রী। দেবলীনার পরনে লাল হলুদ জামদানি আর অভিনেত্রীর পোশাকের সঙ্গে রং মিলিয়ে পাঞ্জাবি পরেছেন অভিনেতার। ছবির ক্যাপশনে লেখা, ‘করে ফেললাম…’। পাশাপাশি দেবলীনার সিঁথিতে চওড়া সিঁদুর দেখে তুঙ্গে জল্পনা। এরপরই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে কমেন্টে। তবে কী সাত পাকে বাঁধা পড়লেন দুই তারকা?

কিছুদিন আগেই পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে দেবলীনা দত্তের। তৃতীয় ব্যক্তির কারণেই এই বিচ্ছেদ বলে খবর। অন্যদিকে, বেশ অনেক বছর আগেই উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ভাস্বর চট্টোপাধ্যায়েরও। বর্তমানে দুজনেই সিঙ্গেল। আর আচমকা তাঁদের অন্তরঙ্গ ছবি দেখে শুরু হয়েছে জল্পনা। তবে কী নতুন ইনিংস শুরু করলেন এই অভিনেতা জুটি? তবে সেই উত্তর এখনও খোলসা করেননি দেবলীনা ও ভাস্বর। আর এই ধন্ধ ঘিরেই ভক্তদের মধ্যে বাড়ছে উত্তেজনার পারদ।

তবে ছবি দেখার পর বেশিরভাগ অনুরাগীরাই দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, দুজনকে দারুণ লাগছে। কেউ কেউ মশকরাও করেছেন। পাশাপাশি অনেকেই জানতে চেয়েছেন আগামী কোন সিরিয়ালে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে? তবে এক ব্যক্তি লিখেছেন, ভাদ্রমাসে তো বিয়ে হয় না। তাহলে এটা কী পুরোপুরি চমক নাকি সত্যি জীবনের নয়া ইনিংস শুরু করেছেন দুজনে? সবমিলিয়ে ভক্তদের মনে বাড়ছে কৌতূহল।

 

 

 

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version