Friday, May 9, 2025

দেশে যতই লড়াই থাকুক, বিদেশে আমরা ইন্ডিয়ান: মমতা

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনা: দেশে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই আছে, থাকবে। কিন্তু দেশের বাইরে আমরা সবাই ঐক্যবদ্ধ ইন্ডিয়ান। সেই কারণেই শিল্পসফরের কোনও অনুষ্ঠানে রাজনীতির কথা বলিনি। সোমবার সকালে বার্সেলোনায় শিল্পপতি ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এভাবেই নিজের অবস্থান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবার, সকালে গত এক সপ্তাহের শিল্পসফর নিয়ে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, মাদ্রিদে দারুণ সাড়া পেয়েছি। লা লিগাকে আমরা কিশোর ভারতী স্টেডিয়াম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত। এক থেকে দেড়মাসের মধ্যে একটি টিম স্পেন থেকে কলকাতা যাবে। কিশোর ভারতীর অনেকটাই সেটআপ তৈরি আছে। বাকি যেটুকু দরকার, লা লিগার সঙ্গে আলোচনা করেই করা হবে।

সোমবার দুপুরে মুখ্যসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্থানীয় শিল্পপতি কমল মিত্তলের কারখানা দেখতে যায়। মিত্তলের সংস্থা রেলের লাইন তৈরি করে। বাংলায় লগ্নির বিষয়ে মিত্তল দারুণ আগ্রহ দেখিয়েছেন। শিলিগুড়িতে জার্মান টেকনোলজি নিয়ে কারখানা তৈরির বিষয়ে আলোচনা চলছে। নিশ্চিতভাবে বলা যায়, এই পদক্ষেপ একটি মাইলস্টোন হতে চলেছে। এদিকে এখানে দুপুরের পর থেকে বেশ কয়েকটি বৈঠক রয়েছে। আগামিকাল মূল শিল্প সম্মেলন। তার প্রস্তুতি চলছে পুরো দস্তুর।

আরও পড়ুন: পদ্মাপারে সিনেমার শুটিংয়ে গিয়ে চরম হে.নস্থা! কলকাতা ফিরেই বি.স্ফোরক অভিনেত্রী সায়ন্তিকা

মাদ্রিদ থেকে বার্সেলোনা। প্রবাসী ভারতীয়দের আপ্যায়ন আর উৎসাহে আপ্লুত মুখ্যমন্ত্রী। বার্সেলোনায় রবিবারের অনুষ্ঠানের উদ্যোক্তা বাঙালিরা হলেও ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ এই অনুষ্ঠানে যেভাবে আগ্রহ দেখিয়েছেন, অংশ নিয়েছেন, তাতে বিস্মিত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেকেই বলেছেন, আপনার আসার অপেক্ষায় ছিলাম। স্পেনে এই প্রথম কোনও ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী এলেন। আপনার কাজের কথা অনেক শুনেছি। আপনি যে কন্যাশ্রীর জন্য বিশ্বখেতাব নিতে গিয়েছিলেন, তাতেও আমরা গর্ববোধ করেছি। বাংলা বদলে গিয়েছে এবং বাংলা এগোচ্ছে- এটা আমরা শুনেছি। আজ আপনাকে দেখে বুঝতে পারলাম।

এদিকে, সোমবার সকালেই বার্সেলোনায় শিল্পপতি হর্ষ নেওটিয়া পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘরোয়া আলোচনায় অংশ নেন হর্ষ নেওটিয়া, মোহনবাগানের দেবাশিস দত্ত, মহামেডানের ইশতেয়াক আহমেদ রাজু, আইসিসি-র সুরচিতা বসু। এদিকে কেকে মিত্তলের কারখানা দেখতে যান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

 

spot_img

Related articles

পাকিস্তানি সশস্ত্র বাহিনীর ড্রোন হামলা প্রতিহত, প্রেস বিবৃতিতে জানালো ভারতীয় সেনা

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন (Ceasefire Violation) করে সীমান্তের লাগাতার আক্রমণ করে চলেছে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার...

আইপিএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত আজ 

ভারত -পাকিস্তান সংঘর্ষের আবহে জরুরি বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কী হতে চলেছে আইপিএল-এর (IPL 2025) ভবিষ্যৎ, সিদ্ধান্ত...

রবি দুই দশমিক শূন্য : প্রেম আপডেট

দীপ্র ভট্টাচার্য২০২৫ সাল। সবাই এখন ইনস্টাগ্রাম, রিলস, টিন্ডার আর ব্লুটিকের জগতে বুঁদ হয়ে আছে। এমন সময় এক সকালে...

আজ রবীন্দ্র জন্মজয়ন্তীতে জোড়াসাঁকো থেকে বিধানসভায় শ্রদ্ধাঞ্জলি-কবিবন্দনা

আজ পঁচিশে বৈশাখ। বাঙালির গর্বের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবস (Rabindranath Tagore birthday) উপলক্ষে রাজ্যজুড়ে কবিবন্দনা।...