Saturday, August 23, 2025

জ.ঙ্গি নেতাকে টাকা পাঠিয়েছিলেন সঞ্জয় গান্ধী-কমলনাথ! বিস্ফোরক অভিযোগ

Date:

Share post:

কংগ্রেস(Congress) নেতা কমল নাথ(Kamal Nath) এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী(Sanjay Gandhi) প্রাক্তন সাংসদ তথা জঙ্গি নেতা জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালেকে টাকা পাঠিয়েছিলেন। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিলে গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং(R&AW) -এর প্রাক্তন বিশেষ সচিব জিবিএস সিধু।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিধু দাবি করেন, সেই সময়ে রাজনৈতিক নেতৃত্ব ভিন্দ্রানওয়ালেকে “হিন্দুদের ভয় দেখানোর জন্য” ব্যবহার করা হয়েছিল এবং দেশের অখণ্ডতা সম্পর্কে জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি করতে খালিস্তানের একটি ইস্যু তৈরি করেছিল। উল্লেখ্য, ১৯৮৪ সালের ১ থেকে ১০ জুন পর্যন্ত ‘অপারেশন ব্লু স্টার’ চালানো হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে স্বর্ণমন্দির চত্বরে আশ্রয় নেওয়া ভিন্দ্রানওয়ালে ও তার একাধিক সহযোগীদের ধরতে সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা। সেই সামরিক অভিযানে ভিন্দ্রানওয়ালে-সহ অনেকেরই মৃত্যু হয়।

আরও পড়ুন- কুড়মিদের রেল রোকো আন্দোলনকে বেআইনি বলল হাইকোর্ট

প্রাক্তন ‘র’ প্রধান সিধু আরও বলেন, “আমি সেই সময় কানাডায় ছিলাম, লোকেরা কংগ্রেস-ভিন্দ্রানওয়ালের সম্পর্ক নিয়ে তখন আলোচনা করত। কমল নাথ বলেছিলেন, আমরা খুব উচ্চপদস্থ সন্তকে নিয়োগ করতে চেয়েছিলাম যিনি আমাদের বিডিং করতে পারেন। কমল নাথ আরো বলেন- আমরা তাঁকে টাকা পাঠাতাম। কমলনাথ ও সঞ্জয় গান্ধী ভিন্দ্রানওয়ালেকে টাকা পাঠিয়েছেন”। প্রাক্তন RAW আধিকারিক দাবি করেছিলেন যে ভিন্দ্রানওয়ালে “কখনও খালিস্তান চাননি, তবে ইন্দিরা গান্ধী জোর করে তাকে খালিস্তান দেন।” উল্লেখ্য, এর আগে ১৯৮৪ সালের অপারেশন ব্লুস্টারের নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল (অব.) কুলদীপ সিং দাবি করেছিলেন, ইন্দিরা গান্ধী ভিন্দ্রানওয়ালেকে এক ধরণের ফ্রাঙ্কেনস্টাইন দানব হয়ে উঠতে অনুমতি দিয়েছিলেন এবং তাকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

 

spot_img

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...