Saturday, July 19, 2025

সেনাবাহিনীতে মেয়েরা যোগ দিলে ছেলেরা নার্স হওয়ায় আপত্তি কেন? প্রশ্ন দিল্লি আদালতের

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে এগিয়ে আসছে মেয়েরাও। সিয়াচেনে গিয়ে দক্ষতা দেখাচ্ছেও তারা। তাহলে ছেলেদের নার্স হওয়ায় আপত্তি কোথায়? লিঙ্গসাম্য নিয়ে একটি মামলার শুনানিতে এমনই প্রশ্ন তুলল দিল্লি হাই কোর্ট। কেন নির্দিষ্ট কোনও পেশা থেকে একটি বিশেষ লিঙ্গের মানুষকে সরিয়ে রাখা হবে, সেই প্রশ্নও তুলেছে উচ্চ আদালত।

আরও পড়ুনঃ সুপ্রিম নির্দেশ: NDA-র পরীক্ষা দিতে পারবেন মেয়েরাও
সম্প্রতি সেনা হাসপাতালগুলিতে কেবল মহিলা নার্স রাখার ‘অসাংবিধানিক’ প্রথার বিরুদ্ধে মামলা হয় দিল্লি হাইকোর্টে। বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নারুলার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। এই মামলায় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি আদালতে জানান, সেনা প্রতিষ্ঠানগুলিতে শুধু মহিলা নার্স রাখার প্রথা দীর্ঘ দিন ধরে চলে আসছে। তবে আইনসভায় মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্র নারী সংরক্ষণের বিল লোকসভায় পেশ করেছে, তা-ও আদালতে উল্লেখ করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল।

দুই বিচারপতির বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, “এক দিকে আপনারা নারী ক্ষমতায়নের কথা বলছেন, অন্য দিকে আপনারাই বলছেন, পুরুষেরা নার্স হিসাবে কাজে যোগ দেন না।” এই প্রসঙ্গেই আদালতের সংযোজন, “এক জন মহিলা যদি সিয়াচেনে গিয়ে সেনা অফিসার হিসাবে কাজে যোগ দিতে পারেন, তবে এক জন পুরুষও হাসপাতালে কাজ করতে পারেন।” ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নারীদের যোগদানের বিষয়ে সুপ্রিম কোর্ট যে ছাড়পত্র দিয়েছিল, সে কথাও উল্লেখ করে উচ্চ আদালত।
আবেদনকারী সংস্থা ‘ইন্ডিয়ান প্রফেসনাল নার্সেস অ্যাসোসিয়েশন’-এর হয়ে সওয়াল করেন আইনজীবী অমিত জর্জ। তিনি আদালতে সওয়াল করে বলেন, “এখন সব হাসপাতালে পুরুষ নার্সও থাকেন। এমনকি শীর্ষ আদালত বলেছে যে, সেনার গঠনতন্ত্রে কোনও লিঙ্গ অসাম্য থাকতে পারে না।” এই সংক্রান্ত মামলায় আগে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল আদালত। নভেম্বরে মামলাটির পরবর্তী শুনানি।

spot_img

Related articles

এসএলএসটি নিয়োগ: সেপ্টেম্বরেই পরীক্ষার প্রস্তুতিতে চিঠি

একের পর এক নিয়োগের পরীক্ষায় আইনি বাধা। তবে এবার এসএলএসটি (SLST) নিয়োগের পরীক্ষার বাধা পেরিয়ে পরীক্ষার প্রস্তুতি স্কুল...

রোহিঙ্গা নিয়ে বিরোধী দলনেতার প্রবল মিথ্যাচার: তথ্য তুলে ফাঁস তৃণমূলের

এ যেন গল্পের গরু গাছে চড়া! বাংলায় নাকি ৭০ লক্ষ রোহিঙ্গা! নির্বাচন কমিশনে ও বাংলার মানুষের সামনে ক্রমাগত...

অধ্যক্ষের ঘরে বসে ছাত্রীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র প্লট! প্রকাশ্যে ওড়িশার ভিডিও

ওড়িশার কলেজ ছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ উঠেছিল অভিযুক্ত অধ্যাপকই আত্মহত্যার প্ররোচিত...

অভিজিৎ সরকার হত্যা মামলা: ৬ জনের জামিন, জেল হেফাজতে ৪

বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় শুক্রবার জামিন পেলেন ছয় অভিযুক্ত। সেই সঙ্গে জেল হেফাজতের (judicial custody) নির্দেশ...