Saturday, November 8, 2025

‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ই কাল! নেতা-ধর্মগুরুদের রো.ষের মুখে পাক মডেল

Date:

মিস ইউনিভার্স পাকিস্তানের (Miss Universe Pakistan) খেতাব জিততেই বড় বিপাকে পড়লেন পাক মডেল (Pak Model)। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই মডেল তো বটেই, পাকিস্তানের মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সে দেশের নেতা ও ধর্মগুরুরা। সব মিলিয়ে, জেতার পরেও মাথায় হাত বছর চব্বিশের পাক মডেল এরিকা রবিন (Erica Robin)।

জানা গিয়েছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্যায়ের আগে যে প্রাথমিক বাছাই পর্ব চলে সেখানেই পাকিস্তানের তরফে নাম দিয়েছিলেন তিনি। পাকিস্তান থেকে সুন্দরী বেছে নেওয়ার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মালদ্বীপে। সেখানেই সব প্রতিযোগীদের পিছনে ফেল সেরার শিরোপা জিতে নেন এই পাক তরুণী। কিন্তু তাঁর শ্রেষ্ঠত্বের খবর সামনে আসতেই মহা ফ্যাসাদে পড়লেন এরিকা। কেন তিনি ওই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন, তা নিয়েই বেজায় চটেছে রক্ষণশীল পাক সমাজ। তাদের অভিযোগ, এমন প্রতিযোগিতা পাকিস্তানের মেয়েদের অপমানের পাশাপাশি তাঁদের ব্যবহার করেছে। আর সেকারণেই ওই তরুণীকে পাকিস্তানের প্রতিনিধি বলেও মানতে নারাজ তাঁরা। শুধু তাই নয়, এই প্রতিযোগিতাকে ‘লজ্জাজনক’ বলে তোপ দেগে আয়োজকদের খোঁজ শুরু করেছে পাক প্রশাসন।

আর এমন পরিস্থিতিতে এরিকা মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য এল সালভাদোরে যেতে পারবেন কি না, তা নিয়ে এখন চরম সংশয় দেখা দিয়েছে। তবে এই সুযোগকে দেশের পক্ষে সম্মানের বলেই মনে করছেন তিনি। এরিকার মতে, এই প্রথমবার এই প্রতিযোগিতায় পাকিস্তানের কোনও নারী স্থান পেয়েছেন। তিনি আরও জানান, দেশের সম্মান তিনি কোনোভাবেই নষ্ট করবেন না। বরং বিশ্বের দরবারে পাকিস্তানের ইতিবাচক দিকগুলিকেই তিনি বেশি করে তুলে ধরতে চান বলে জানিয়েছেন ওই তরুণী।

 

 

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version