Friday, August 22, 2025

মিস ইউনিভার্স পাকিস্তানের (Miss Universe Pakistan) খেতাব জিততেই বড় বিপাকে পড়লেন পাক মডেল (Pak Model)। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই মডেল তো বটেই, পাকিস্তানের মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সে দেশের নেতা ও ধর্মগুরুরা। সব মিলিয়ে, জেতার পরেও মাথায় হাত বছর চব্বিশের পাক মডেল এরিকা রবিন (Erica Robin)।

জানা গিয়েছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্যায়ের আগে যে প্রাথমিক বাছাই পর্ব চলে সেখানেই পাকিস্তানের তরফে নাম দিয়েছিলেন তিনি। পাকিস্তান থেকে সুন্দরী বেছে নেওয়ার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মালদ্বীপে। সেখানেই সব প্রতিযোগীদের পিছনে ফেল সেরার শিরোপা জিতে নেন এই পাক তরুণী। কিন্তু তাঁর শ্রেষ্ঠত্বের খবর সামনে আসতেই মহা ফ্যাসাদে পড়লেন এরিকা। কেন তিনি ওই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন, তা নিয়েই বেজায় চটেছে রক্ষণশীল পাক সমাজ। তাদের অভিযোগ, এমন প্রতিযোগিতা পাকিস্তানের মেয়েদের অপমানের পাশাপাশি তাঁদের ব্যবহার করেছে। আর সেকারণেই ওই তরুণীকে পাকিস্তানের প্রতিনিধি বলেও মানতে নারাজ তাঁরা। শুধু তাই নয়, এই প্রতিযোগিতাকে ‘লজ্জাজনক’ বলে তোপ দেগে আয়োজকদের খোঁজ শুরু করেছে পাক প্রশাসন।

আর এমন পরিস্থিতিতে এরিকা মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য এল সালভাদোরে যেতে পারবেন কি না, তা নিয়ে এখন চরম সংশয় দেখা দিয়েছে। তবে এই সুযোগকে দেশের পক্ষে সম্মানের বলেই মনে করছেন তিনি। এরিকার মতে, এই প্রথমবার এই প্রতিযোগিতায় পাকিস্তানের কোনও নারী স্থান পেয়েছেন। তিনি আরও জানান, দেশের সম্মান তিনি কোনোভাবেই নষ্ট করবেন না। বরং বিশ্বের দরবারে পাকিস্তানের ইতিবাচক দিকগুলিকেই তিনি বেশি করে তুলে ধরতে চান বলে জানিয়েছেন ওই তরুণী।

 

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version