Friday, November 7, 2025

‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ই কাল! নেতা-ধর্মগুরুদের রো.ষের মুখে পাক মডেল

Date:

মিস ইউনিভার্স পাকিস্তানের (Miss Universe Pakistan) খেতাব জিততেই বড় বিপাকে পড়লেন পাক মডেল (Pak Model)। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই মডেল তো বটেই, পাকিস্তানের মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সে দেশের নেতা ও ধর্মগুরুরা। সব মিলিয়ে, জেতার পরেও মাথায় হাত বছর চব্বিশের পাক মডেল এরিকা রবিন (Erica Robin)।

জানা গিয়েছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্যায়ের আগে যে প্রাথমিক বাছাই পর্ব চলে সেখানেই পাকিস্তানের তরফে নাম দিয়েছিলেন তিনি। পাকিস্তান থেকে সুন্দরী বেছে নেওয়ার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মালদ্বীপে। সেখানেই সব প্রতিযোগীদের পিছনে ফেল সেরার শিরোপা জিতে নেন এই পাক তরুণী। কিন্তু তাঁর শ্রেষ্ঠত্বের খবর সামনে আসতেই মহা ফ্যাসাদে পড়লেন এরিকা। কেন তিনি ওই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন, তা নিয়েই বেজায় চটেছে রক্ষণশীল পাক সমাজ। তাদের অভিযোগ, এমন প্রতিযোগিতা পাকিস্তানের মেয়েদের অপমানের পাশাপাশি তাঁদের ব্যবহার করেছে। আর সেকারণেই ওই তরুণীকে পাকিস্তানের প্রতিনিধি বলেও মানতে নারাজ তাঁরা। শুধু তাই নয়, এই প্রতিযোগিতাকে ‘লজ্জাজনক’ বলে তোপ দেগে আয়োজকদের খোঁজ শুরু করেছে পাক প্রশাসন।

আর এমন পরিস্থিতিতে এরিকা মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য এল সালভাদোরে যেতে পারবেন কি না, তা নিয়ে এখন চরম সংশয় দেখা দিয়েছে। তবে এই সুযোগকে দেশের পক্ষে সম্মানের বলেই মনে করছেন তিনি। এরিকার মতে, এই প্রথমবার এই প্রতিযোগিতায় পাকিস্তানের কোনও নারী স্থান পেয়েছেন। তিনি আরও জানান, দেশের সম্মান তিনি কোনোভাবেই নষ্ট করবেন না। বরং বিশ্বের দরবারে পাকিস্তানের ইতিবাচক দিকগুলিকেই তিনি বেশি করে তুলে ধরতে চান বলে জানিয়েছেন ওই তরুণী।

 

 

 

 

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version