Sunday, November 9, 2025

এশিয়ান গেমসে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হরমনপ্রীত-লভলিনা

Date:

ক্রিকেট, ফুটবল শুরু হয়ে গেলেও, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে এশিয়ান গেমস। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং অলিম্পিক্সে পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এই বছর মোট ৬৫৭ জন ক্রীড়াবিদ ভারতের বিভিন্ন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। এবারে এশিয়ান গেমসে ভারতের রেকর্ড সংখ্যক ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন।

অলিম্পিক্স বা এশিয়ান গেমসের মার্চ পাস্টে জাতীয় পতাকা বহনের দায়িত্ব ক্রীড়াবিদদের কাছে এক বিশেষ সম্মান। আন্তর্জাতিক স্তরে সফল ক্রীড়াবিদেরাই সাধারণত এই গুরু দায়িত্ব পেয়ে থাকেন। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জিতে ছিল ভারতের পুরুষ হকি দল। পদক পেয়েছিলেন লভলিনাও। এশিয়ান গেমসেও হকি দল এবং লভলিনা পদকের অন্যতম দাবিদার। তাঁদের সেই সাফল্যের স্বীকৃতি দিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

এই বিষয়ে ভূপেন্দর সিং বাজওয়া এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, ” আমরা অনেক আলোচনার পরে এই সিদ্ধান্তে পৌঁছেছি। এবার আমাদের কাছে এশিয়ান গেমসে পুরো ভারতীয় দলের জন্য ২ জন পতাকাবাহী থাকবেন। হকি অধিনায়ক হরমনপ্রীত সিং এবং বক্সার লভলিনা বরগোঁহাই পতাকাবহন করবেন।”

এদিকে আজ থেকেই শুরু হয়েছে মেয়েদের ক্রিকেট। প্রথম ম‍্যাচে ভারতের সামনে ছিল মালয়েশিয়া। তবে বৃষ্টির জন‍্য ম‍্যাচ ভেস্তে যায়। উচ্চ র‌্যাঙ্কিংয়ের কারণে সেমিতে পৌঁছে যায় ভারতের প্রমিলা দল।

আরও পড়ুন:বৃষ্টিতে ভেস্তে ম‍্যাচ, এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

 

 

 

 

 

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version