Monday, November 10, 2025


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

দুবাই: দুবাই শিল্প সম্মেলনের শেষে প্রবাসীদের অনুষ্ঠানে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে ধরা পড়ল বাংলা আর দুবাইয়ের সাংস্কৃতিক মেলবন্ধনের ছবি। প্রবাসীদের ঘরে ফেরার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের আরবি অনুবাদ মঞ্চস্থ করেন গায়ক জয় চক্রবর্তী। কবিগুরুর সৃষ্টি ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ বাংলা এবং আরবি ভাষায় পরিবেশিত হয়। দর্শকাসনে মুখ্যমন্ত্রী গলাও মেলান। এরপর ‘আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও’-এর সঙ্গে তাল মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গাওয়া হয় দুই ভাষাতেই। গানের শেষে নিজে ডেকে গায়কের সঙ্গে কথা বলেন মমতা। নিজের সঙ্গীতপ্রীতির কথাও জানান।

প্রবাসীদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের বাংলা অনেক বদলে গিয়েছে। তাই চাইব, যাঁরা প্রবাসে আছেন সেইসব বাঙালিরা বাংলায় ফিরুন। অনুষ্ঠানে এদিন দুই সংস্কৃতির মিলনে যেন সেতু বাঁধলেন বিশ্বকবি।

সংস্কৃতিমনস্ক মুখ্যমন্ত্রীকে যেমন বিভিন্ন সময়ে বাংলার শিল্পীদের মাঝে দেখা যায়, এদিন প্রবাসের অনুষ্ঠানেও তেমন করেই মঞ্চ মাতিয়ে দিলেন তিনি। বাংলার গান, দেশাত্মবোধক গান শোনা গেল তাঁর কণ্ঠে। মুখ্যমন্ত্রীকে এত ঘরোয়াভাবে পেয়ে আপ্লুত দুবাইয়ের বাঙালিরা। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন সুদীপ রায়। সেখানে রবি ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানে মাইক্রোফোন হাতে কণ্ঠ মেলান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মনিপুর ইস্যুতে রাজপথে প্র.তিবাদ তৃণমূল মহিলা কংগ্রেসের

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version