Friday, August 22, 2025

সবারে করি আহ্বান: কথায়-গানে দুবাইয়ে প্রবাসী-মঞ্চ মাতালেন মমতা

Date:

Share post:


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

দুবাই: মাদ্রিদ থেকে বার্সেলোনা হয়ে দুবাই। একাধিক সফল শিল্প সম্মেলনের পর শুক্রবার সন্ধেয় প্রবাসীদের অনুষ্ঠানে কথায়-গানে অনুষ্ঠান মঞ্চ মাতালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাইয়ের অনুষ্ঠানে তুলে ধরলেন ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি। বললেন, ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা’।

এদিন অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের আরবি অনুবাদ মঞ্চস্থ করেন গায়ক জয় চক্রবর্তী। তাঁর বন্দিশের প্রশংসা করেন মমতা। বাংলার রশিদ খান থেকে নচিকেতা চক্রবর্তীর নাম উল্লেখ করে রাজ্যের শিল্প-সাহিত্য-সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী সমিতির সদস্যকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। জানান, তিনিও প্রাক্তনী সমিতির সাম্মানিক পদে আছেন। ভোরা কমিটি মেম্বারদের স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রবাসীদের এই অনুষ্ঠানে শুধু বাঙালি নয়, ছিলেন প্রবাসী ভারতীয়রাও। তাঁদের সামনেই ভারতে বৈচিত্রের মধ্যে একতার পরম্পরা তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। BGBS-এ আসার জন্য সবাইকে আহ্বান জানান। বলেন, রবি ঠাকুরের কথায় বলি, সবারে করি আহ্বান। সামনে দুর্গাপুজোয় সবাইকে শুভেচ্ছা। ইউনেস্কোর তরফে বাংলার দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছে। প্রবাসীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, আপনারা চাইলে বাংলায় ফিরে আসুন। সব ক্ষেত্র তৈরি আছে। বাংলায় পরিকাঠামোর প্রভূত উন্নয়ন হয়েছে। একবার এসে দেখে যান বদলে যাওয়া বাংলার চেহারা।

মুখ্যমন্ত্রীর কথায়, দুবাইয়ে প্রচুর প্রবাসী বাঙালি আছেন। পরিযায়ী শ্রমিকরা এখানে কাজ করেন। তাঁদের সুবিধার জন্য রাজ্য সরকার কর্মসাথী অ্যাপ চালু করেছে। যখন যে যেখানে বিপদে পড়ে আমরা পাশে দাঁড়াই। বাংলায় ৯৯ শতাংশ মানুষ সামাজিক সুরক্ষা পান।

মমতা বলেন, আমি প্রথম দুবাইয়ে এসে থাকলাম। আমরা দুবাইয়ের সঙ্গে চিরস্থায়ী সম্পর্ক রাখতে চাই। সবাইকে নিয়ে চলতে চাই। মুখ্যমন্ত্রী জানান, পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “বাংলার মাটি বাংলার জল”- গানটি এখন বাংলার রাজ্য সঙ্গীত। অনুষ্ঠানের শেষে সাংবাদিক অনিন্দ্য জানাকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী। তিনি গান “প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে/ মোরে আরও আরও আরও দাও প্রাণ“। গলা মেলান মুখ্যমন্ত্রীও। শেষে তিনি গাইলেন, “অ্যায় মেরে বতন কি লোগো“। দুবাইয়ের প্রবাসীরা তখন আবেগে ভাসছেন। শেষে রাজ্যের গান “বাংলার মাটি বাংলার জল”-এ গলা মেলান সকলে। এক হয়ে যায় বাংলা-দুবাই।

আরও পড়ুন- দুবাইয়ে বাংলা-আরবি সংস্কৃতির সেতুবন্ধনে রবীন্দ্রনাথ

spot_img

Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...