Thursday, July 3, 2025

রিল তৈরিতে বাধা! স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও পড়ুয়া

Date:

Share post:

স্মার্টফোন (Smart Phone) হাতে স্কুলে এসে জোর করে ছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের রিল তৈরির অভিযোগ। আর এমন ঘটনা সামনে আসতেই প্রতিবাদ করেন স্কুলেরই প্রধান শিক্ষক। আর তারই খেসারত দিতে হল ওই শিক্ষককে। অভিযোগ, প্রধান শিক্ষক প্রতিবাদ করায় বাবাকে সঙ্গে নিয়ে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করতে উদ্যত হল ভোকেশনাল কোর্সের (Vocational Course) এক পড়ুয়া। পূর্ব বর্ধমানের সিঙ্গি অঞ্চলের ওকরষা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। কয়েকদিন আগেই হাওড়ার এক স্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনা সামনে আসে। আর তার রেশ কাটতে না কাটতেই ফের এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটল পূর্ব বর্ধমানের ওই উচ্চ বিদ্যালয়ে।  তবে এদিন বাকি শিক্ষকদের হস্তক্ষেপে রক্ষা পান প্রধান শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার হুলস্থুল পড়ে যায় স্কুলে।

এদিকে খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্কুলের অন্যান্য পড়ুয়া ও শিক্ষকরা জানান, যে ছাত্রের জন্য এদিন স্কুলে শোরগোল হয় সেই ছাত্র মাধ্যমিক উত্তীর্ণ। ভোকেশনাল কোর্সের জন্য সে ওকরষা উচ্চ স্কুলে ভর্তি হয়েছে। অভিযোগ, কয়েকদিন ধরেই ওই ছাত্রের রিল বানানো নিয়ে আপত্তি জানায় স্কুলের ছাত্রীরা। পাশাপাশি বুধবার ওই ছাত্র স্কুলের ছাদে গিয়ে ভিডিও রেকর্ড করার জন্য অষ্টম শ্রেণির ছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করে বলে অভিযোগ। পরে ছাত্রীরা আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্র স্কুলের ছাত্রীদের হুমকিও দেয়। কিন্তু এরপরই স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায় তাঁরা। আর অভিযোগ পেয়েই ওই ছাত্রকে শায়েস্তা করতে তাকে ডেকে পাঠান প্রধান শিক্ষক। তারপরই রাগে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও হয় ওই পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।

 

 

 

 

spot_img

Related articles

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...