Friday, November 7, 2025

স্কুল জীবনে শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এর জন্য রেজিস্ট্রেশনের কাজ ক্লাস নাইনেই করতে হয়। কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোনও ভুল থাকে, তবে তা ঠিক করতে এক ১০০০ টাকা ফাইন (Fine) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু একজন পড়ুয়া এত টাকা কী ভাবে দেবেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) স্পষ্ট জানিয়ে দিল, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পড়ুয়ার তথ্যে যদি কোনও ভুল থাকে, তবে তার দায় নিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।

জরিমানার অঙ্ক নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফর্ম পূরণ করার পরেও ভুল সংশোধনের জন্য অনেক সময় দেওয়া হয়। কিন্তু তারপরও যদি ভুল থাকে তবে সেটা অবহেলা ছাড়া আর কিছুই না। কিন্তু সংশোধনের নামে এত টাকা জরিমানা আসলে ছাত্র স্বার্থ বিরোধী বলে দাবি করেন অনেকে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সাল থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের তথ্য যাচাই করার ব্যবস্থা করা হয়েছিল। সে বছর ৯ হাজার ৮৪৩টি ভুল সংশোধনের আবেদন জমা পড়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা ৪ হাজার ৪৬০-এ নেমে আসে। এ বছর অনলাইনে ৭০ হাজার ৫৩২টি ভুল তথ্যের যাচাইকরণ করেছে স্কুল। কিন্তু এরপরেও কিছু ভুল থেকে গেছে। ৩২টি স্কুলের তরফে ৭২ জন পড়ুয়ার দু’বার করে এন্ট্রি করা হয়েছে। ১৮২টি স্কুল অনলাইনে তথ্য যাচাই প্রক্রিয়ায় অংশই নেয়নি। পর্ষদের তরফে বলা হয়েছে, পড়ুয়ারা যাতে তাঁদের তথ্য পুনরায় যাচাই করতে পারে ও প্রয়োজনে সংশোধন করে সেই কারণে সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version