Wednesday, August 27, 2025

ফের বাঁকুড়ার বিজেপির কোন্দল প্রকাশ্যে, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষকে ঘিরে বিক্ষোভ

Date:

ফের বাঁকুড়ার বিজেপির কোন্দল প্রকাশ্যে।শনিবার ফের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল দলীয় কর্মীরা। বাঁকুড়ার শালতোড়ায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার শালতোড়ার লেদ মোড়ে টায়ার জ্বালিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। একই সঙ্গে বাঁকুড়া বিজেপি জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হয়। নব নিযুক্ত মণ্ডল সভাপতিকে মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী-সমর্থকদের।

সম্প্রতি বাঁকুড়ার জেলা কার্যালতে দু’ঘণ্টা তালা বন্ধ করে রাখা হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। পরে পুলিশ এসে তালা ভেঙে তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বাঁকুড়াতে জেলাতে একের পর এক বিক্ষোভের ঘটনা সামনে আসছে।লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, বাঁকুড়া বিজেপিতে কোন্দল ততই বাড়ছে। বাঁকুড়া বিজেপিতে সম্প্রতি বেশ কিছু রদবদল হয়েছে। তা না পসন্দ জেলা বিজেপি কর্মীদের। তাঁদের দাবি, সাংগঠনিক বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হস্তক্ষেপ করছেন। নিজের কাছের লোকদের পদ দেওয়ার অভিযোগ উঠেছে সুভাষ সরকারের বিরুদ্ধে। পুরনো বিজেপি কর্মীদের জায়গা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। নীচু তলার কর্মীদের না জানিয়েও মণ্ডল সভাপতি পদে রদবদলের অভিযোগ করেন বিজেপি কর্মীরা।

বাঁকুড়া জেলা বিজেপি কিষাণ মোর্চার সভ সভাপতি রাহুল গঙ্গোপাধ্যায় বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে আমরা দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছি, গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই সময় থেকে আজ অবধি বাঁকুড়া জেলা নেতৃত্ব বা মন্ত্রী আমাদের কোনও খোঁজ খবর নেননি। সেই কারণেই টায়ার জ্বালিয়ে আমাদের এই বিক্ষোভ। নেতৃত্বকে বলছি আপনারা নিয়ম মেনে কাজ করুন।’

আর এই ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। শালতোড়া ব্লক তৃণমূল সভাপতি সন্তোষ মণ্ডল বলেন, ‘বাঁকুড়ার সাংসদকে নিয়ে বিজেপি কর্মীদের ক্ষোভের শেষ নেই। যে সাংসদ দলীয় কর্মীদের পাশে থাকতে পারেন না, তিনি সাধারণ মানুষের পাশে কী করে থাকবেন! এলাকার কোথাও সাংসদ উন্নয়ন করেননি। এমপি ল্যাডের টাকা খরচ করা হয়নি।’

 

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version