Tuesday, May 6, 2025

ভারত-কানাডা সম্পর্কের অবনতিতে বড় কো.প ব্যবসায়! ক্ষ.তি কার?

Date:

Share post:

বর্তমান সময়ে ভারত এবং কানাডার সম্পর্কে (Indo Canada Relationship) যে ফাটল ধরা পড়েছে তাতে বড়সড় সমস্যায় পড়তে পারে দু’দেশের ব্যবসা। বণিকমহলে একটাই প্রশ্ন কূটনীতির এই জটিলতা বাণিজ্যে কতটা প্রভাব ফেলবে? দুই দেশের আমদানি এবং রফতানি ব্যাহত হলে খুব স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম বাড়বে। সে ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি তার প্রভাব পড়বে।ভারত ও কানাডার মধ্যে শিক্ষার ক্ষেত্রে শক্তিশালী অংশীদারত্ব রয়েছে। কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে (Edicational Institution) প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করেন। ২০২১ সালে এই পড়ুয়ার কানাডার অর্থনীতিতে ৪৯০ কোটি মার্কিন ডলারের অবদান রেখেছেন। ট্রুডোর দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যায় ভারতীয়রা সবার শীর্ষে রয়েছেন। কিন্তু এখন যা পরিস্থিতি দাড়াচ্ছে তাতে প্রাপ্য সুযোগ সুবিধা কতটা পাওয়া যাবে তা নিয়ে তাঁরাও চিন্তিত।

ভারত এবং কানাডা একে অন্যের থেকে কোন কোন জিনিস আমদানি এবং রফতানি করে (Export Import Relationship between India Canada)? এদেশ থেকে ওষুধ, ফার্মা পণ্য, পোশাক, জৈব রাসায়নিক, লোহা, ইস্পাত, গয়না, বিভিন্ন পাথর এবং প্রকৌশলী সরঞ্জাম ওই দেশে যায়। পাল্টা কানাডার থেকে ভারত বিভিন্ন ডাল, লোহার স্ক্র্যাপ, খনিজ, নিউজ প্রিন্ট, কাঠের শয্যা, বিভিন্ন শিল্প রাসায়নিক দ্রব্য আমদানি করে। বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের মধ্যে দ্বন্দ্ব না মিটলে স্বাভাবিকভাবেই এই পণ্যগুলির জোগান কমবে। কানাডায় বর্তমানে ৩০টি ভারতীয় কোম্পানির ব্যবসা রয়েছে। এই কোম্পানিগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ৪০ হাজার ৪৪৬ কোটি টাকা। এই বিনিয়োগ আরও বাড়ার আশা করা হচ্ছিল। ICICI ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, পেটিএম, জোমাটো, নাইকা, ডেলহিভেরি, উইপ্রো ইনফোসিসের মতো কোম্পানি এই তালিকায় ছিল। কিন্তু এখন প্রশ্ন এই টালমাটাল পরিস্থিতিতে কি আর নতুন করে ইনভেস্টমেন্ট হবে? আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অবশ্য দাবি দুই দেশের বাণিজ্য নিয়ে কোন প্রতিযোগিতা নেই। কারণ অর্থনৈতিক দিক থেকে এত বড় লোকসান কানাডা কিছুতেই মেনে নিতে চাইবে না। যতক্ষণ না পর্যন্ত ভারত এইসব পণ্যের বিকল্প ব্যবস্থা করতে পারছে ততক্ষণ হয়তো ঝুঁকি নিতে রাজি হবে না নয়া দিল্লিও।

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...