Thursday, December 18, 2025

এবার ময়দানে এক মাস ব্যাপী বাজি বাজার!

Date:

Share post:

সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার কারণে আশঙ্কা ছিল, উৎসবের মরশুমে রাজ্য সরকার আদৌ বাজি বাজারের অনুমতি দেবে কিনা? যা নিয়ে বাজি ব্যবসায়ীদের একটি বড় অংশ উদ্বেগে ছিলেন। তবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের একটি বিজ্ঞপ্তি বাজি ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে। পুজোর মরশুমে এবারেও প্রতি জেলায় জেলায় বাজি বাজার বসবে। এবং প্রতিবার সেখানে সাত দিন বাজারের অনুমতি দেয় প্রশাসন, সেখানে এবারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজি বাজার চলবে এক মাস।বাজি বাজার বসলেও একাধিক নির্দেশিকাও জারি করা হয়েছে সরকারের তরফে। এমএসএমই দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজি বাজারে ১০০ কেজি পর্যন্ত সবুজ বাজি এবং ৫০ কেজি পর্যন্ত ফুলঝুরি বিক্রির অনুমতি পাবেন ব্যাবসায়ীরা। এছাড়াও প্রতিটি বাজারে ৫০টির বেশি স্টল করা যাবে না। প্রতিটি স্টলের মধ্যে কমপক্ষে দুরত্ব রাখতে হবে তিন মিটারের। দুটি স্টলের গেট মুখোমুখি করা যাবে না। সচেতনতার জন্য বাজার চত্বর এবং আশেপাশে ‘বিস্ফোরক এবং বিপজ্জনক সামগ্রী’ লেখা বোর্ড ঝুলিয়ে রাখতে হবে। স্কুল, মন্দির, টেলিফোন বা বিদ্যুৎ ভবনের মতো জায়গা থেকে বাজি বাজারের দূরত্ব অন্তত ৫০ মিটার হতে হবে। দাহ্য নয় এমন জিনিস দিয়ে স্টলগুলো তৈরি করতে হবে। এছাড়াও জরুরি প্রয়োজনে বাজারের পাশেই অ্যাম্বুল্যান্স পরিষেবা এবং দমকলের দু’টি গাড়ি অবশ্যই রাখতে হবে।

প্রসঙ্গত, রাজ্যের পাঁচটি জেলায় ইতিমধ্যেই সবুজ বাজি তৈরি করার ক্লাস্টার করার কাজ শুরু হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। সবুজ বাজি নির্মাণকে কেন্দ্র করে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সুনিশ্চিত করেছে রাজ্য সরকার। তবে একটি বিষয়ে রাজ্য সরকার তীক্ষ্ণ নজর রেখেছে, তা হল কোনভাবেই যেন নিষিদ্ধ বাজি অবৈধ বাজি তৈরীর কারখানায় তৈরি না হয়। পুলিশের কাছে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের শীর্ষ মহলের তরফে, যেখানেই অবৈধ বাজি কারখানার খোঁজ মিলবে সেখানেই পুলিশ অভিযান চালিয়ে সেই বাজি কারখানার কাজ বন্ধ করবে। আটক করা হবে অবৈধ বাজি কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিদের। অন্যদিকে সবুজ বাজি তৈরির ক্ষেত্রে বিশেষ ছাড়পত্র দিয়েছে রাজ্য প্রশাসন। কারণ লক্ষ লক্ষ শ্রমিক বাজি নির্মাণের সঙ্গে জড়িত রয়েছে বলে।

 

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...