Saturday, August 23, 2025

রাজ্যের প্রশাসনিক প্রধানকে ‘অনুকরণ’ করে অনেক কিছুই করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। কোনও ঘটনা ঘটলে ঘটনাস্থলে যাওয়া থেকে রাজভবনে অভিযোগ শোনার জন্য কন্ট্রোলরুম খোলা- সব কিছুতেই যেন তিনি সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন! এবার মুখ্যমন্ত্রী শিল্পসফর সেরে ফেরার পরেই বিদেশ সফরে যাচ্ছেন রাজ্যপাল। শনিবার ১২ দিনের বিদেশ সফর সেরে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার ১২দিনের সফরেই বিদেশ যাচ্ছেন আনন্দ বোস।

এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর, মঙ্গলবার আমেরিকা রওনা দেবেন তিনি। কোনও রাজ্যপালের বিদেশ সফরের জন্য রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। রাষ্ট্রপতি ভবনের সেই অনুমোদন রাজভবনে পৌঁছে গিয়েছে। রাজভবন সূত্রে খবর, সরকারি কর্মসূচির পাশাপাশি আমেরিকায় একটি সাহিত্য সম্মেলনেও অংশ নিতে পারেন রাজ্যপাল। প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তাঁর দেখা করার কথা। ৭ অক্টোবর কলকাতায় ফিরবেন আনন্দ বোস।

সফল শিল্প সফর সেরে শনিবার সন্ধেয় কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নেমেই তিনি বলেন, “বিদেশ সফর সফল। বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।“ সূত্রের খবর, এরপরেই বিদেশ সফর কেমন হল- জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান রাজ্যপাল। প্রশাসনিক সৌজন্য দেখিয়ে চিঠির উত্তর দেন মুখ্যমন্ত্রী। উত্তরে মমতা (Mamata Banerjee) জানান, “সফর খুব ভাল হয়েছে।“ এবার রাজ্যপালের বিদেশ সফর কী বার্তা আনে সেটাই দেখার।

আরও পড়ুন: উদাহরণ মোদি: মমতার বিদেশ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা ধুয়ে দিলেন কুণাল

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version