Friday, November 28, 2025

রূপকথার মতো বিয়ে সম্পন্ন! মিস্টার অ্যান্ড মিসেস হলেন রাঘব- পরিণীতি

Date:

Share post:

রাজনীতি আজ ‘রাঘণীতি’। মরুশহরে এক হল বলিউড আর পলিটিক্স। পরিবার আর প্রিয়জনদের উপস্থিতিতে উদয়পুরের লীলা প্যালেসে বিয়ে করলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া (Raghav Chadda and Parineeti Chopra wedding)। সঙ্গীত সেরেমনি থেকে মেহেন্দি সবেতেই ছিল চমক। এমনিতে বিবাহবাসরে কড়া নিরাপত্তা থাকলেও শনিবারের অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। দুই বিপরীত মেরুর মানুষের এক পথে চলার মুহূর্তকে আশীর্বাদ করতে রাজনীতির যুযুধান দুইপক্ষরাও হাজির হয়েছিলেন ‘চাড্ডা ওয়েডস চোপড়া’ ভেন্যুতে। বাগদানের সাড়ে চার মাসের মাথায় সে সম্পর্ক পেল মধুর পরিণতি। পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাকি জীবনটা একসঙ্গে পথ চলার শপথ নিলেন রাঘব-পরিণীতি (Raghav Chadda and Parineeti Chopra)। সাতপাক সম্পন্ন তারকা যুগলের। পাঞ্জাবি গানে জমজমাট ওয়েডিং ভেন্যু!

বন্ধু পরিণীতির বিয়েতে যোগ দিতে উদয়পুরে টেনিস তারকা সানিয়া মির্জা। ক্রিকেট তারকা হরভজন সিংও এই বিয়েতে উপস্থিত। মণীশ মালহোত্রার পোশাকে সেজেছেন নায়িকা। তাজ লেক প্যালেসে লাল পাগড়ি পরে হাজির হয় ব্যান্ড পার্টি। সেখানেই রাঘব চাড্ডার ‘সেহরাবন্দি’ হয়েছেন বলে খবর। পাত্রপক্ষ শেরওয়ানীর সঙ্গে মাথায় হালকা গোলাপি পাগড়ি পড়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর বিকেল সাড়ে ৩টে নাগাদ জলযানেই পরিণীতির ‘বারাত’ সুসজ্জিত লীলা প্যালেসে পৌঁছে যায়। বোটে করেই লীলা প্যালেসে হাজির হন অতিথিরাও। আপ নেতা আর বলিউড অভিনেত্রীর বিয়েতে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, হরভজন সিং, গীতা বসরা, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী সহ অন্যান্যরা। হাইপ্রোফাইল বিয়েতে ক্যামেরা নিয়ে প্রবেশ আগেই নিষিদ্ধ করা হয়েছিল। রাজার শহরে একেবারে রাজকীয়ভাবেই বিয়ে সম্পন্ন। পুরোপুরি উৎসবের মেজাজে লীলা প্যালেস।

চলতি বছরের শুরু থেকেই জল্পনা ছিল, বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া, আর আপ সাংসদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। কখনও রেস্তোরাঁয়, কখনও বিমানবন্দরে ফ্রেমবন্দি হচ্ছিলেন তাঁরা। পাপারাৎজিদের কাছে খোলসা করছিলেন না কেউই তবে আবার অস্বীকারও করছিলেন না। তবে বাগদানের খবরেই সবটা পরিষ্কার হয়ে যায়। আর এবার পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাকি জীবনটা একসঙ্গে পথ চলার শপথ নিলেন রাঘব-পরিণীতি। মিয়াঁ- বিবির নতুন জীবনের জন্য সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই শুভেচ্ছার বন্যা।

spot_img

Related articles

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...