Saturday, January 31, 2026

রূপকথার মতো বিয়ে সম্পন্ন! মিস্টার অ্যান্ড মিসেস হলেন রাঘব- পরিণীতি

Date:

Share post:

রাজনীতি আজ ‘রাঘণীতি’। মরুশহরে এক হল বলিউড আর পলিটিক্স। পরিবার আর প্রিয়জনদের উপস্থিতিতে উদয়পুরের লীলা প্যালেসে বিয়ে করলেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া (Raghav Chadda and Parineeti Chopra wedding)। সঙ্গীত সেরেমনি থেকে মেহেন্দি সবেতেই ছিল চমক। এমনিতে বিবাহবাসরে কড়া নিরাপত্তা থাকলেও শনিবারের অনুষ্ঠানের ছবি সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। দুই বিপরীত মেরুর মানুষের এক পথে চলার মুহূর্তকে আশীর্বাদ করতে রাজনীতির যুযুধান দুইপক্ষরাও হাজির হয়েছিলেন ‘চাড্ডা ওয়েডস চোপড়া’ ভেন্যুতে। বাগদানের সাড়ে চার মাসের মাথায় সে সম্পর্ক পেল মধুর পরিণতি। পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাকি জীবনটা একসঙ্গে পথ চলার শপথ নিলেন রাঘব-পরিণীতি (Raghav Chadda and Parineeti Chopra)। সাতপাক সম্পন্ন তারকা যুগলের। পাঞ্জাবি গানে জমজমাট ওয়েডিং ভেন্যু!

বন্ধু পরিণীতির বিয়েতে যোগ দিতে উদয়পুরে টেনিস তারকা সানিয়া মির্জা। ক্রিকেট তারকা হরভজন সিংও এই বিয়েতে উপস্থিত। মণীশ মালহোত্রার পোশাকে সেজেছেন নায়িকা। তাজ লেক প্যালেসে লাল পাগড়ি পরে হাজির হয় ব্যান্ড পার্টি। সেখানেই রাঘব চাড্ডার ‘সেহরাবন্দি’ হয়েছেন বলে খবর। পাত্রপক্ষ শেরওয়ানীর সঙ্গে মাথায় হালকা গোলাপি পাগড়ি পড়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর বিকেল সাড়ে ৩টে নাগাদ জলযানেই পরিণীতির ‘বারাত’ সুসজ্জিত লীলা প্যালেসে পৌঁছে যায়। বোটে করেই লীলা প্যালেসে হাজির হন অতিথিরাও। আপ নেতা আর বলিউড অভিনেত্রীর বিয়েতে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, হরভজন সিং, গীতা বসরা, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, ভাগ্যশ্রী সহ অন্যান্যরা। হাইপ্রোফাইল বিয়েতে ক্যামেরা নিয়ে প্রবেশ আগেই নিষিদ্ধ করা হয়েছিল। রাজার শহরে একেবারে রাজকীয়ভাবেই বিয়ে সম্পন্ন। পুরোপুরি উৎসবের মেজাজে লীলা প্যালেস।

চলতি বছরের শুরু থেকেই জল্পনা ছিল, বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া, আর আপ সাংসদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। কখনও রেস্তোরাঁয়, কখনও বিমানবন্দরে ফ্রেমবন্দি হচ্ছিলেন তাঁরা। পাপারাৎজিদের কাছে খোলসা করছিলেন না কেউই তবে আবার অস্বীকারও করছিলেন না। তবে বাগদানের খবরেই সবটা পরিষ্কার হয়ে যায়। আর এবার পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাকি জীবনটা একসঙ্গে পথ চলার শপথ নিলেন রাঘব-পরিণীতি। মিয়াঁ- বিবির নতুন জীবনের জন্য সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই শুভেচ্ছার বন্যা।

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...