Monday, August 25, 2025

সংঘাত পর্ব চলছিল দীর্ঘদিন ধরেই এবার আনুষ্ঠানিকভাবে বিজেপি(BJP) নেতৃত্বাধীন এনডিএ-র(NDA) সঙ্গ ছাড়ল এআইএডিএমকে(AIDMK)। সোমবার সর্বসম্মতিক্রমে এনডিএ ত্যাগের প্রস্তাব পাস করেছে এআইএডিএমকে। বলার অপেক্ষা রাখে না ২০২৪ সালের লোকসভা নির্বাচনের(Parliament Election) আগে এনডিএ-র কাছে এটা বড় ধাক্কা।

সোমবার এআইএডিএমকে ডেপুটি কো-অর্ডিনেটর কে পি মুনুসামি দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, “বিজেপির রাজ্য নেতৃত্ব গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতাদের, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের ক্যাডারদের সম্পর্কে অবিরাম কূমন্তব্য করে চলেছে।” সেই সংঘাতের জেরেই যে এনডিএ সঙ্গ ত্যাগ সে কথা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন মুনুসামি। যদিও এআইএডিএমকের তরফে জানানো হয়েছে, এনডিএ ছাড়লেও বিরোধী শিবির ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সে(ইন্ডিয়া) যোগ দেবে না তারা। এআইএডিএমকে জানিয়েছে, তারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একটি পৃথক ফ্রন্টের নেতৃত্ব দেবে। এআইএডিএমকে এবং বিজেপির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে কয়েক মাস ধরে জল্পনা-কল্পনার পরে এই চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে দল। তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই বারবার এআইএডিএমকে নেতাদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন যার জেরে দলের দলের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছিল। অবশেষে বিজেপির সঙ্গ ছাড়ল এআইডিএমকে।

উল্লেখ্য, এআইডিএমকে-র প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের মেন্টর হিসেবে পরিচিত সি এন আন্নাদুরাইয়ের সমালোচনা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। যা নিয়ে দুই দলের মধ্যে টানাপোড়েন চলছিল। এনিয়ে দিল্লিতে বৈঠকও করেন দুই দলের শীর্ষ নেতৃত্ব। এআইডিএমকে দাবি জানায় হয় আন্নামালাইকে ক্ষমা চাইতে হবে না হলে তাঁকে সরিয়ে অবিতর্কিত কোনও নেতাকে রাজ্য সভাপতির পদে বসাতে হবে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সেরকম কোনও ইঙ্গিত না মেলাতেই সোমবার বিজেপির হাত ছাড়ল এআইডিএমকে।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version