Sunday, May 18, 2025

লড়াই করেও হার, মহামেডানের কাছে ২-০ গোলে হারল DHFC

Date:

Share post:

কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসিকে ২-০ গোলে হারিয়ে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ের ফলে কলকাতা লিগ খেতাব কার্যত নিশ্চিত সাদা-কালো ব্রিগেডের। মহামেডানের হয়ে এদিন গোল দুটি করেন আঙ্গুসানা এবং ডেভিড। এর ফলে প্রায় হাতের মুঠোয় চলে এল কলকাতা ফুটবল লিগ।

ম‍্যাচের শুরুতেই আক্রমণে ঝাঁপায় দু’দল। দু’দলই কয়েকবার ভালোভাবে আক্রমণে ওঠে। শুরুতেই ডায়মন্ড হারবারের বক্সে উঠে আসেন বিকাশ সিং। সাত মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে শট নেন DHFC’র সুপ্রিয়। তারইমধ্যে নয় মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক DHFC। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বিপদ হয়নি। সাদা-কালো ব্রিগেডের ডিফেন্সের উপর চাপ বাড়ায় ডায়মন্ড হারবার এফসি। বক্সের বাইরে থেকে ডিফেন্স চেরা পাস রাহুলের। গোললাইন ছেড়ে বেরিয়ে স্লাইড করে বল ক্লিয়ার করে দেন মহামেডানের পদম ছেত্রী।  ম‍্যাচের প্রথমার্ধে একাধিক আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দলই।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই।ম‍্যাচের ৬০ মিনিটে ১-০ এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। আঙ্গুসানার গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। ডায়মন্ড হারবারের রক্ষণের কিছুটা ভুল। ডায়মন্ডের বক্সের সামনে থেকে বিকাশ ডানদিকে বলটা বাড়ান স্যামুয়েলকে পাশ। স্যামুয়েলের ইনুসইঙ্গিং ক্রস। স্লাইড করে গোল করে বেরিয়ে গেলেন আঙ্গুসানা। ১-০ গোলে এগিয়ে যায় মহামেডান। কোনও মার্কিং করা হয়নি আঙ্গুসানাকে। DHFC’র গোলকিপারের কিছু করার ছিল না। গোল খেয়ে পাল্টা আক্রমণে যায় ডায়মন্ড হারবার এফসি। ৭৬ মিনিটে একটা ভালো সুযোগ পেয়ে যায় ডায়মন্ড। বাঁ-দিক থেকে ক্রস। পদম ছেত্রীর সামনে বলটা পড়ে। ঠিকমতো শট নিতে পারেননি DHFC’র খেলোয়াড়। ম‍্যাচের ৮৪ মিনিট সুবর্ণ সুযোগ হাতছাড়া শেখ ফৈয়াজের। গোলের একেবারে সামনে থেকে গোল মিস করেন। ডায়মন্ড হারবারের ডিফেন্সের ভুলে সুযোগ পেয়ে যায় মহামেডান। কিন্তু একেবারে সামনে থেকে গোল ফস্কে দিলেন ফৈয়াজ। এরপর ম‍্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় মহামেডান। সেই সুযোগকে কাজে লাগাতে এতটুকু ভুল কররেননি ডেভিড। পেনাল্টি থেকে গোল করে সাদা-কালো ব্রিগেডকে ২-০ এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন:মঙ্গলবার এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের, শুভেচ্ছা মমতার

spot_img

Related articles

পাক পতাকায় লাগাম শহরে! একগুচ্ছ নির্দেশিকা জারি সিপি মনোজ ভার্মার

পাকিস্তানের পতাকা নিয়ে নতুনভাবে সতর্কতা কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে পাক পতাকার ক্রেতা ও বিক্রেতাদের উপর কড়া...

পৃথিবীর ভালো করতে গিয়ে ভাঙল মাস্তুল! ব্রুকলিন ব্রিজে ধাক্কা মেক্সিকান জাহাজের

ঠিক যেন হলিউড সিনেমা। সেতুর উচ্চতা অনেক কম জেনেও সোজা চালিয়ে দেওয়া হল জাহাজ। তাতেই একের পর এক...

হায়দরাবাদের চারমিনারের সামনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১ ইঞ্জিন!

রবিবাসরীয় সকালে হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire near Hyderabads Charminar)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১১টি...

কলকাতার রানিকুঠিতে যুবকের অস্বাভাবিক মৃত্যু, রানিদিঘি থেকে উদ্ধার দেহ!

রবিবাসরীয় সকালে কলকাতার রানিকুঠি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অভিক দে (Avik Dey),...