Friday, November 28, 2025

লড়াই করেও হার, মহামেডানের কাছে ২-০ গোলে হারল DHFC

Date:

Share post:

কলকাতা লিগে ডায়মন্ড হারবার এফসিকে ২-০ গোলে হারিয়ে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ের ফলে কলকাতা লিগ খেতাব কার্যত নিশ্চিত সাদা-কালো ব্রিগেডের। মহামেডানের হয়ে এদিন গোল দুটি করেন আঙ্গুসানা এবং ডেভিড। এর ফলে প্রায় হাতের মুঠোয় চলে এল কলকাতা ফুটবল লিগ।

ম‍্যাচের শুরুতেই আক্রমণে ঝাঁপায় দু’দল। দু’দলই কয়েকবার ভালোভাবে আক্রমণে ওঠে। শুরুতেই ডায়মন্ড হারবারের বক্সে উঠে আসেন বিকাশ সিং। সাত মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে শট নেন DHFC’র সুপ্রিয়। তারইমধ্যে নয় মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক DHFC। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বিপদ হয়নি। সাদা-কালো ব্রিগেডের ডিফেন্সের উপর চাপ বাড়ায় ডায়মন্ড হারবার এফসি। বক্সের বাইরে থেকে ডিফেন্স চেরা পাস রাহুলের। গোললাইন ছেড়ে বেরিয়ে স্লাইড করে বল ক্লিয়ার করে দেন মহামেডানের পদম ছেত্রী।  ম‍্যাচের প্রথমার্ধে একাধিক আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দু’দলই।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই।ম‍্যাচের ৬০ মিনিটে ১-০ এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। আঙ্গুসানার গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। ডায়মন্ড হারবারের রক্ষণের কিছুটা ভুল। ডায়মন্ডের বক্সের সামনে থেকে বিকাশ ডানদিকে বলটা বাড়ান স্যামুয়েলকে পাশ। স্যামুয়েলের ইনুসইঙ্গিং ক্রস। স্লাইড করে গোল করে বেরিয়ে গেলেন আঙ্গুসানা। ১-০ গোলে এগিয়ে যায় মহামেডান। কোনও মার্কিং করা হয়নি আঙ্গুসানাকে। DHFC’র গোলকিপারের কিছু করার ছিল না। গোল খেয়ে পাল্টা আক্রমণে যায় ডায়মন্ড হারবার এফসি। ৭৬ মিনিটে একটা ভালো সুযোগ পেয়ে যায় ডায়মন্ড। বাঁ-দিক থেকে ক্রস। পদম ছেত্রীর সামনে বলটা পড়ে। ঠিকমতো শট নিতে পারেননি DHFC’র খেলোয়াড়। ম‍্যাচের ৮৪ মিনিট সুবর্ণ সুযোগ হাতছাড়া শেখ ফৈয়াজের। গোলের একেবারে সামনে থেকে গোল মিস করেন। ডায়মন্ড হারবারের ডিফেন্সের ভুলে সুযোগ পেয়ে যায় মহামেডান। কিন্তু একেবারে সামনে থেকে গোল ফস্কে দিলেন ফৈয়াজ। এরপর ম‍্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় মহামেডান। সেই সুযোগকে কাজে লাগাতে এতটুকু ভুল কররেননি ডেভিড। পেনাল্টি থেকে গোল করে সাদা-কালো ব্রিগেডকে ২-০ এগিয়ে দেন তিনি।

আরও পড়ুন:মঙ্গলবার এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের, শুভেচ্ছা মমতার

spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...