Thursday, May 15, 2025

কলকাতা লিগে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, খিদিরপুরকে হারাল ১০-১ গোলে

Date:

Share post:

কলকাতা লিগের সুপার সিক্স পর্বে দুরন্ত জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। এদিন খিদিরপুরকে ১০-১ গোলে হারাল বিনু জর্জের ছেলেরা। প্রথমার্ধেই ৬-১ এগিয়ে থাকে লাল-হলুদ। বাকি চার গোল হয় দ্বিতীয়ার্ধে। ইস্টবেঙ্গলের হয়ে চার গোল বিষ্ণু পি ভি’র। এবং মহিতোষ রায়ের। জোড়া গোল সুহেরের। একটি গোল জেসিন টিকের।

 

ম‍্যাচের এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাপায় ইস্টবেঙ্গল। যার ফলে ম‍্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় লাল-হলুদ। ইস্টবেঙ্গলকে গোল করে ১-০ এগিয়ে দেন বিষ্ণু পিভি। ফ্রি-কিক থেকে গোল করেন বিষ্ণুর। খিদিরপুরের গোলরক্ষকের হাতে বল লাগে। কিন্তু তালু বন্দি করতে পারেননি তিনি। এর ঠিক চার মিনিটের মাথায় ফের গোল লাল-হলুদের। ইস্টবেঙ্গলকে গোল করে ২-০ এগিয়ে দেন সেই বিষ্ণু। খিদিরপুরের ডিফেন্সের ভুলে গোল করে দলকে এগিয়ে দেন লাল-হলুদের এই ফুটবলার। এরপরই স্বাভাবিক ভাবেই বেশ চাপে পড়ে যায় খিদিরপুর। খিদিরপুরের ডিফেন্স যে কোনও কিছুই নেই। ২২ মিনিটে তা আরও একবার প্রমাণিত। গুইতে একটি দুর্দান্ত সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য দ্বিতীয় পোস্টের ধার ঘেসে বের হয়ে যায়। এরপর ম‍্যাচের ৩৮ ফের গোল লাল-হলুদের। বিষ্ণুর হ‍্যাটটিক। দলকে ৩-০ করেন বিষ্ণু।  খিদিরপুরের দুর্বল ডিফেন্সকে কোনও রকম তোয়াক্কাই করেন না। বলা ভালো দায়িত্ব নিয়ে দলকে ৩ গোলে এগিয়ে দিলেন তিনি। এরপর ৪১ মিনিটে ফের গোল লাল-হলুদের। এবার গোলের পালা শুরু মহিতোষের। ইস্টবেঙ্গলের হয়ে ৪-০ করেন তিনি। তবে এরই মধ‍্যে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় খিদিরপুর। প্রদীপ পালের গোলে ম্যাচের ফলাফল ৪-১। এরপর ফের আক্রমণের ঝাঁঝ বাড়ায় বিনু জর্জের দল। যার ফলে ম‍্যাচের ৪৫ মিনিটে ফের গোল করে দলকে এগিয়ে দিলেন মহিতোষ। লাল-হলুদের হয়ে ৫-১ করেন তিনি। ম‍্যাচের অতিরিক্ত সময়ে ফ্রি-কিক থেকে ফের গোল করে হ্যাটট্রিক করেন মহিতোষ। প্রথামর্ধেই ৬-১ ব্যবধানে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা অব‍্যহাত। যার ফলে ম‍্যাচের ৫১ মিনিটে ৭-১ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। লাল-হলুদকে ফের গোল করে এগিয়ে দেন বিষ্ণু। নিজের চারটি গোল করলেন তিনি। ম‍্যাচের ৫৪ মিনিটে ৮-১ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এবার গোল করেন জেসিন টিকে। গোল করতে সাহায্য করেন বিষ্ণু। এরঠিক দু’মিনিটের মাথা ৯-১গোলে এগিয়ে যায় লাল-হলুদ। এবার গোল করলেন সুহের। ম‍্যাচের ৮২ মিনিটে ১০-১ গোলে এগিয়ে যায় বিনু জর্জের ছেলেরা। আবার গোল করেন সুহের। এবারের কলকাতা লিগে সর্বোচ্চ গোল এক ম্যাচে।

আরও পড়ুন:এশিয়ান গেমসে ফের সোনা জয়, ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারতীয় দল

 

spot_img

Related articles

ফিরলেন জওয়ান পূর্ণম! স্বামীর সঙ্গে পাঠানকোটে দেখা করতে যাচ্ছেন স্ত্রী রজনী

২২ দিনের উদ্বেগ, অপেক্ষা এবং স্নায়ুচাপের অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পৌঁছল হুগলির সাউ পরিবারে। পাকিস্তানে আটকে পড়া বিএসএফ...

দোহায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ মুকেশ আম্বানির, নৈশভোজে কী আলোচনা!

কাতারের (Qatar) দোহায় ফের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trum) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি...

৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জানালো হাইকোর্ট

ওয়াকফ (WAQF Issue) অশান্তির পর আপাতত শান্ত নবাবের জেলা। কিন্তু আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই...

টেস্ট অবসরের পর প্রথম মাঠে নামলেন বিরাট কোহলি

টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার মাঠে নামলেন বিরাট কোহলি(Virat Kohli)। আগামী ১৭ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)...