Wednesday, November 5, 2025

র‌্যা.গিংয়ের শি.কার খোদ উপাচার্য ! রাজ্য সরকারের দ্বারস্থ বুদ্ধদেব সাউ

Date:

রাজ্য সরকারের (Government of West Bengal) কাছে নিরাপত্তা চাইলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ (Jadavpur University VC Buddhadeb Sau)। স্পষ্ট জানালেন, গত দুদিন ধরে শিক্ষার্থীরা যেভাবে তাঁকে হেনস্থা করেছেন তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তাই এবার সরকারের (Government of West Bengal) কাছে সাহায্য চাইছেন। সূত্রের খবর, অ্যান্টি র‌্যাগিং নিয়মাবলির ৯ ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করেছে ইউজিসি (UGC)। আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়কে সেই রিপোর্ট জমা দিতে হবে। এই নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধ্যায় রাজভবনে যান উপাচার্য। তার আগে যেভাবে ছাত্ররা তাঁর সঙ্গে আচরণ করেছেন তাতে রাজ্য সরকারের সাহায্য ছাড়া নির্বিঘ্নে কাজ করা মুশকিল বলে মনে করছেন বুদ্ধদেব সাউ (Buddhadeb Sau)।

র‌্যাগিংয়ের জেরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ তোলপাড় বাংলা। সেখানে ঘটনার দু মাসের মাথায় র‌্যাগিংয়ের শিকার খোদ উপাচার্য? বুদ্ধদেব সাউ বলছেন, র‌্যাগিং তো বটেই! কিছু ছাত্র অহেতুক ঝামেলা করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (JU ) অচল করে দেওয়ার একটা প্ল্যান চলছে বলেও তাঁর মত। এই বিষয়ে বারবার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছেন তিনি। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মসমিতি (ইসি)-র বৈঠক রয়েছে। এই বৈঠকের আগেই ছাত্রদের দাবিতে একটি স্টেকহোল্ডারদের বৈঠকও রয়েছে। কিন্তু আজকের বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টের প্রভাব কি পড়বে? বুদ্ধদেব জানিয়েছেন, ইউজিসির নিয়ম অনুযায়ী র‌্যাগিংয়ের তদন্তের এক্তিয়ার রয়েছে অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের। কিন্তু স্কোয়াডকে তদন্ত করতে দেওয়া হয়নি। তাই ওই রিপোর্ট কর্মসমিতির আসন্ন বৈঠকে পেশ করা হবে না। তবে এই মিটিংয়ে উপাচার্য অংশগ্রহণ করবেন কিনা সেটা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে। ছাত্রমৃত্যুতে জড়িতদের শাস্তি মকুব করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছিল বুদ্ধদেবের বিরুদ্ধে। এই বিষয়ে সোমবার রাতে রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন, “এ সবই অপপ্রচার।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version