এশিয়ান গেমসের চতুর্থ দিনে ভারতীয় শু.টারদের দাপট, পঞ্চম সোনা জিতল দেশ

বুধের সকাল থেকেই ভারতকে একের পদক জেতাছেন দেশের মহিলারা। ঘুম ভেঙ্গে কাজে যোগ দেওয়ার আগেই জোড়া পদকের (Double Medal) খবর মিলেছিল।প্রথমে মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে (Rifle in 3 position events) রুপো জেতে ভারতের মহিলা দল। রাইফেলের পর ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে (25m pistol team event) সোনা জেতে ভারত। এবার ব্যক্তিগত লড়াইতেও এল স্বর্ণপদক। এ বার মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনসের(50m Rifle in 3 position events ) ব্যক্তিগত প্রতিযোগিতায় সোনা জিতলেন সিফট কউর সামরা (Sift Kaur Samra)। সেই একই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন আশি চোকসি। তাঁদের হাত ধরে এশিয়ান গেমসে পঞ্চম সোনা (5th Gold in Asian Games) জিতল ভারত।

আজকের ইভেন্টে পদক জয়ের ফলে চলতি এশিয়ান গেমসের ভারতের ঘরে সবমিলিয়ে এল ১৮টি পদক। যার মধ্যে এশিয়ান গেমসে পঞ্চম সোনা পেল দেশ। এখনও পর্যন্ত ৫ টি সোনা, ৫টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারত।

Previous articleGold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে
Next articleবাংলায় বর্ষার মুডে বড় বদল, সপ্তাহ শেষেই নয়া ইনিংস বৃষ্টির