Thursday, August 28, 2025

কেজরির বাসভবন সংস্কার মামলায় CBI তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

Date:

যেনতেন প্রকারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর চাপ বাড়াতে মরিয়া কেন্দ্রের এক বিজেপি সরকার। সেই লক্ষ্যে আবগারি নীতি মামলার পর এবার কেজরিওয়ালের বাসভবনের সংস্কার সংক্রান্ত অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই এ বিষয়ে এফআইআর নথিভুক্ত করেছে। দিল্লি সরকারের অধীনে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে ৩ অক্টোবরের মধ্যে সমস্ত নথি হস্তান্তর করার নির্দেশ দিয়েছে।

জানা যাচ্ছে, দিল্লির মুখ্যসচিব দ্বারা পরিচালিত তদন্তের পরে যে সমস্ত অনিয়ম প্রকাশ্যে এসেছিল সেগুলির সমস্ত দিক তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মে মাসে সিবিআই ডিরেক্টরকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার লেখা ৫ পৃষ্ঠার চিঠির ভিত্তিতে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) দ্বারা একটি বিশেষ নিরীক্ষারও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির সিভিল লাইনসে তার সরকারি বাসভবনের “সৌন্দর্যায়ন” করার জন্য প্রায় ৪৫ কোটি টাকা খরচ করার অভিযোগ তোলে বিজেপি। এই অভিযোগের পরই শুরু হয় বিতর্ক। অভিযোগের পর লেফটেন্যান্ট গভর্নর মুখ্য সচিবকে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার এবং অনিয়ম সম্পর্কিত সমস্ত রেকর্ড সুরক্ষিত রাখার নির্দেশ দেয়। মুখ্য সচিবের রিপোর্টের ভিত্তিতেই লেফটেন্যান্ট গভর্নর এই বিষয়ে তদন্ত শুরু করতে সিবিআইকে চিঠি দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মিললো সেই তদন্তের অনুমোদন।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version