Thursday, November 13, 2025

চলতি ইন্ডিয়ান সুপার লিগে দাপুটে পারফরম্যান্স করছে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার তারা বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে মেরিনার্সরা ১-০ গোলে জয়লাভ করে। বাগানের হয়ে গোলটি করেন দলের তারকা ফুটবলার হুগো বুমোস। আর সেইসঙ্গে মোহনবাগান চলতি ISL টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠে এসেছে। এখনও পর্যন্ত জুয়ান ফেরান্দোর দল এই টুর্নামেন্টে দুটো ম্যাচ খেলেছে। আর দুটোতেই তারা জয়লাভ করেছে। সেইসঙ্গে ৬ পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরে তারা এই তালিকায় একেবারে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে। প্রসঙ্গত, জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর ইস্টবেঙ্গলের পকেটে রয়েছে ১ পয়েন্ট। তারা এই তালিকায় আপাতত পঞ্চম স্থানে দাঁড়িয়ে রয়েছে।

বেঙ্গালুরুর বিরুদ্ধে মোহনবাগান হাড্ডাহাড্ডি লড়াই করলেও, একটাই মাত্র গোল করতে পেরেছে। ম্যাচের ৬৭ মিনিটে গোলটি করেন হুগো বুমোস। মনবীরের ক্রসকে ঠিক করে ক্লিয়ার করতে পারলেন না বেঙ্গালুরুর অজি ডিফেন্ডার জোভানোভিচ। সেই সুযোগে বলের নাগাল পেয়ে যান জেসন কামিন্স। তিনি বাঁ দিকে বুমোসকে লক্ষ্য করে বলটি বাড়িয়ে ছিলেন।

একেবারে মাপা শট। ততক্ষণে অবশ্য বেঙ্গালুরু ডিফেন্সের দরজা একেবারে হাট করে খুলে গিয়েছে। আর এই সুযোগেই বাগানের ফরাসি প্রাণভ্রমরা নিখুঁত অথচ জোরাল একটি শট হাঁকান। সেই শট আটকানোর ক্ষমতা গুরপ্রীতের ছিল না।
ম্যাচ যত শেষের দিকে এগোতে থাকে, ততই ম্যাচের পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ম্যাচের রেফারিকে ২ বার লাল কার্ডও দেখাতে হয়। প্রথমবার তো জোড়া হলুদ কার্ড (লাল কার্ড) দেখে ৭৫ মিনিটে মাঠ ছাড়েন বেঙ্গালুরুর ফুটবলার সুরেশ ওয়াংঝাম। তিনি পেত্রাতোসকে খুব বাজেভাবে ট্যাকল করার কারণে এই শাস্তি পান। এরপর ৯০+২ মিনিটে আবারও লাল কার্ড দেখে বেঙ্গালুরু এফসি।

পেত্রাতোসকে নিয়মের বাইরে গিয়ে টেনে ধরেন রোশন। সেইসময় বেঙ্গালুরু বক্সের একেবারে ধারেই ছিলেন দিমি। তাঁর আগে আর কেউ ছিল না। ফলে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। রেগুলেশন টাইমের পর আরও ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও দলই গোল পার্থক্য বাড়াতে কিংবা কমাতে পারেনি।

 

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version