Friday, November 14, 2025

“মে.রে ফেলতেই জে.লবন্দি বাবা”! বি.স্ফোরক নাইডু-পুত্র, হঠাৎ মামলা ছাড়লেন সুপ্রিম বিচারপতি

Date:

জেলে (Jail) বসেই জেড প্লাস নিরাপত্তা (Z Plus Security) পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। আর সমস্ত সুযোগসুবিধা পেলেও এবার টিডিপি (TDP) প্রধানের প্রাণসংশয়ের আশঙ্কাপ্রকাশ করলেন ছেলে নারা লোকেশ (Nara Lokesh)। তাঁর অভিযোগ, বাবাকে মেরে ফেলার উদ্দেশেই তাঁকে জেলবন্দি করে রাখা হচ্ছে। আর এর পিছনে হাত রয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির (Jagmohan Reddy)। এমন আশঙ্কা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। তবে কী সত্যিই জেলের মধ্যেই চন্দ্রবাবুকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে? নাকি বাবাকে জেল থেকে বের করতেই এমন পথ অবলম্বন করছেন ছেলে লোকেশ? তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। 

বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি জেলে বন্দি রয়েছেন চন্দ্রবাবু নাইডু। সেই জেলেই সম্প্রতি এক বন্দির মৃত্যু হয় ডেঙ্গি সংক্রমণে। এরপরই বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ছেলে। তাঁর আরও দাবি, জেলে চন্দ্রবাবু নাইডু মশার কামড় নিয়ে একাধিকবার জেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তবুও লাভের লাভ কিছুই হয়নি। এরপরই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি তাঁর বাবাকে প্রাণে মারার চক্রান্ত করছে বলে আশঙ্কাপ্রকাশ করেন নারা লোকেশ।

অন্যদিকে, বুধবারই চন্দ্রবাবু নাইডুর মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিচারপতি। বুধবার মামলা শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমার ভাই বিচারপতি এসভিএন ভাট্টির বিষয়টির শুনানির বিষয়ে কিছু আপত্তি আছে। এরপরই বিচারপতি খান্না জানান, আগামী সপ্তাহেই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে। নাইডুর হয়ে সুপ্রিম কোর্টে শুনানিতে হাজির ছিলেন সিনিয়র আইনজীবী হরিশ সালভে। তিনি জানান যে তিনি এই সম্পর্কে কিছু বলতে পারবেন না। তিনি আদালতকে অনুরোধ করেছেন যে বিষয়টিকে অন্য বেঞ্চে পাঠানোর জন্য।

 

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version