দলগত বিভাগের পর ব্যক্তিগত ইভেন্টেও পদক জয় অনুশের

এদিকে এশিয়ান গেমসে মেয়েদের ভল্ট ফাইনালে হতাশ করলেন বাংলার প্রণতি নায়েক। আট জনের মধ্যে সবার নীচে শেষ করলেন তিনি।

এশিয়ান গেমসে ফের পদক জয় কলকাতার অনুশ আগরওয়াল। দলগত বিভাগের পর ব্যক্তিগত ইভেন্টেও পদক পেলেন অনুশ। ইকুয়েস্ট্রিয়ানে ব্রোঞ্জ পেলেন কলকাতার ছেলে। মঙ্গলবার দলগত বিভাগে সোনা জিতেছিলেন অনুশেরা। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিয়েছিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়ালরা। ৪১ বছর পর অশ্বারোহণে প্রথম সোনা পায় ভারত। আর দু’দিন পর ব্যক্তিগত বিভাগে আরও একটি পদক জিতলেন তিনি। প্রথম কোনও ভারতীয় এশিয়ান গেমসে ড্রেসেজ বিভাগে পদক জিতলেন।

মালয়েশিয়ার মহম্মদ কাবিল আমবাক এই ইভেন্টে সোনা জেতেন। তিনি পান ৭৫.৭৮০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা হংকংয়ের সিউ জ্যাকলিন পান ৭৩.৪৫০ পয়েন্ট। কলকাতার অনুশ তৃতীয় স্থানে শেষ করেন ৭৩.০৩০ পয়েন্ট।

এদিকে এশিয়ান গেমসে মেয়েদের ভল্ট ফাইনালে হতাশ করলেন বাংলার প্রণতি নায়েক। আট জনের মধ্যে সবার নীচে শেষ করলেন তিনি। যে দু’টি ভল্ট তিনি দিয়েছেন, দু’টিতেই গলদ ছিল। একটিতে পেনাল্টি পেয়েছেন তিনি। পাশাপাশি এতটাই কম পয়েন্ট পেয়েছেন যে বাকিদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো পরিস্থিতিই তৈরি হয়নি।

আরও পড়ন:লাল-হলুদে জর্ডানের পরিবর্তে যোগ দিলেন জর্ডনের হিজাজি মাহের