Saturday, November 15, 2025

কল্যাণী এইমস নিয়োগ দু.র্নীতি মামলায় বিজেপি বিধায়ককে জেরা সিআইডি’র

Date:

কল্যাণী এইমসে (Kalyani AIIMS) বেআইনি নিয়োগের অভিযোগে নাম জড়ায় বিজেপির (BJP) একঝাঁক নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদের। বাঁকুড়ার (Bankura) বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ নিজেদের পরিবারের লোকেদের ঘুরপথে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন বিজেপির কর্মী-সমর্থকরাই। এই চারজন সহ ৮ জনের নামে আগেই এফআইআর হয়। আগেও বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অন্বেষা এবং বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে তলব করল সিআইডি। জানা গিয়েছে, গতবার কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় বিধায়ক বঙ্কিম ঘোষকে তাঁর পুত্রবধূর নিয়োগ সংক্রান্ত নথি নিয়ে তলব করা হয়েছিল। এরপর তাঁর পুত্রবধূর নিয়োগ সংক্রান্ত নথি জমা করতে বলা হয়। সেইমত, বিধায়ক বঙ্কিম ঘোষ পুত্রবধূর নিয়োগ সংক্রান্ত একাধিক নথি আগেই জমা করেছিলেন। কিন্তু আজ, শুক্রবার ফের তাঁকে নিয়োগ সংক্রান্ত নথি নিয়ে দেখা করতে বলে সিআইডির আধিকারিকেরা। সূত্রের খবর, ইতিমধ্যেই সিআইডির ডাকে সাড়া দিয়ে বিধায়ক বঙ্কিম ঘোষ ভবানী ভবনে এসেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিআইডি সূত্রে খবর।

 

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version