কমছে সোনার দাম, পুজোর আগে স্বস্তি মধ্যবিত্তের মনে

গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Rate) ক্রমশ নিম্নমুখী। একমাস আগেও কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম উঠেছিল ৬০,৪৪০ টাকা। সেটাই কমে এখন ৫৮ হাজারের আশেপাশে গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। দেশে সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপরে। বর্তমানে সোনার চাহিদা তুলনায় কম কিন্তু জোগান বেশি হওয়াতেই দাম কমতির দিকে। বিশেষজ্ঞরা বলছেন এটাই বিনিয়োগের উপযুক্ত সময়।

সরকারি প্রকল্প সভেরেইন গোল্ড বন্ডে বিনিয়োগের সময়সীমা কয়েকদিন আগেই শেষ হয়েছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন এই সময় সোনার গয়না কিনে ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন আপনি। শুক্রবার কলকাতায় প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৫৮,৮০০ টাকা। গয়নার সোনা অর্থাৎ ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৫৩,৬৫০ টাকা।

Previous articleজালিয়াতি রুখতে আধার-নথি মাস্কিং করুন: কেন্দ্রীয় সংস্থার কাছে আর্জি CID-র
Next article‘অসমে তৃণমূলকে আসন ছাড়তে সমস্যা নেই’! পরিস্থিতি বুঝে ‘সুর নরম’ কংগ্রেসের